কলকাতা, 8 সেপ্টেম্বর : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home Minister Amit Shah) বিরুদ্ধে ফের সুর চড়ালেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ এবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সদস্যকে সরাসরি অপদার্থ বলেও তোপ দাগলেন ৷
বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের বিশেষ অধিবেশন হয় ৷ সেখানেই বক্তৃতা করতে গিয়ে সরাসরি অমিত শাহকে আক্রমণ করেন তিনি ৷ অভিষেকের কথায়, মোদির মন্ত্রিসভায় সবচেয়ে বড় অপদার্থ মন্ত্রী অমিত শাহ ৷ আর সেই কারণেই যে তিনি অমিত শাহকে সবচেয়ে বড় পাপ্পু বলেছেন, সেই কথাও এদিন তিনি উল্লেখ করেছেন ৷
পাশাপাশি এই নিয়ে চারটি কারণও তুলে ধরেছেন ৷ অভিষেকের বক্তব্য, দিল্লির চেয়ে কলকাতা নিরাপদ ৷ স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোই (NCRB) এই তথ্য তুলে ধরেছে ৷ অথচ দিল্লির পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে রয়েছে ৷ দ্বিতীয় কারণ বলতে গিয়ে তিনি আবার দুবাইয়ে ভারত ও পাকিস্তানের ম্যাচে জয় শাহের পতাকা না ধরতে চাওয়ার বিষয়টি সামনে এনেছেন ৷ সেই প্রসঙ্গ টেনে অভিযোগ করেছেন, অমিত শাহ নিজের ছেলেকে জাতীয়তাবাদ শেখাতে পারছেন না ৷