পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Abhishek Banerjee : পঞ্চায়েত-লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে ব্যালটে বদলা নেওয়ার ডাক অভিষেকের - Mamata Banerjee

বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিশেষ অধিবেশন হয় ৷ সেখানে বিজেপির বিরুদ্ধে চড়া সুরে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ দলের কর্মীদের তিনি বলেন, পঞ্চায়েত (Panchayat Elections 2023) ও লোকসভা নির্বাচন (Lok Sabha Electons 2024) ব্যালটে বিজেপির বিরুদ্ধে বদলা নিতে হবে ৷

Abhishek Banerjee Calls for Revenge on BJP in Ballot Box in Panchayat and Lok Sabha Polls
Abhishek Banerjee : পঞ্চায়েত-লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে ব্যালটে বদলা নেওয়ার ডাক অভিষেকের

By

Published : Sep 8, 2022, 1:28 PM IST

Updated : Sep 8, 2022, 2:09 PM IST

কলকাতা, 8 সেপ্টেম্বর : আগামী পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023) ও লোকসভা ভোটে (Lok Sabha Elections 2024) বিজেপির বিরুদ্ধে জবাব দেওয়ার ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ বৃহস্পতিবার দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে তাঁর বার্তা, পঞ্চায়েত ও লোকসভা নির্বাচন বিজেপিকে (BJP) জবাব দিতে হবে ৷ ওই দু’টি ভোটে ব্যালটে বিজেপির বিরুদ্ধে বদলা নিতে হবে ৷

এদিন কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিশেষ অধিবেশন হয় ৷ সেই অধিবেশনে বক্তৃতা করতে গিয়ে এই আহ্বান জানান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ একই সঙ্গে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন ৷

তাঁর কথায়, তৃণমূলকে যত আঘাত করবে, তত শক্তিশালী হবে ৷ একমাত্র তৃণমূল ইডি (ED), সিবিআইয়ের (CBI) বিরুদ্ধে ভয় না পেয়ে লড়াই করছে ৷ বিজেপিকে হারাচ্ছে ৷ বিজেপির উদ্দেশ্যে তাঁর কটাক্ষ, যত কুৎসা করবে, তত গর্তে ঢুকবে ৷

একই সঙ্গে অভিষেকের নির্দেশ, এদিন ওই বিশেষ অধিবেশন থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যা যা নির্দেশ দেবেন, তা দলের নেতা কর্মীদের বুথে গিয়ে বাস্তবায়িত করতে হবে ৷

এছাড়া তিনি আবার গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ ভাবে ভোটে লড়ার বার্তা দিয়েছেন ৷ দলের নেতা-কর্মীদের কাছে তাঁর আবেদন, পঞ্চায়েত ও লোকসভায় মানুষের ভালোবাসায় বিরোধী শূন্য করতে হবে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত বছরের শেষে কলকাতা পৌরনিগম নির্বাচনের (Kolkata Municipal Corporation Elections 2021) আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তিপূর্ণ ভোটের আবেদন জানিয়েছিলেন ৷ কিন্তু কলকাতা পৌরনিগম থেকে রাজ্যের অন্য পৌরনিগম ও পৌরসভা ভোটগুলিতে সন্ত্রাসের ছবি সামনে এসেছে ৷ বিরোধীরা এই নিয়ে কাঠগড়ায় তুলেছিল তৃণমূল কংগ্রেসকেই ৷ ফলে এবারও অভিষেকের আবেদনের পরও কোনও কাজ হবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে রাজনৈতিক মহলের ৷

তার উপর রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, তৃণমূলে আমলে দু’টি পঞ্চায়েত নির্বাচন হয়েছে, 2013 ও 2018 সালে ৷ দু’টিতেই ব্যাপক সন্ত্রাসের অভিযোগ উঠেছে ৷ ফলে এবারও কি পরিস্থিতি হবে, সেই চর্চাই চলছে রাজনৈতিক মহলে ৷ এখন দেখার অভিষেকের এই বার্তার পর কোনও কাজ হয় কি না !

আরও পড়ুন :কয়লা-গরুপাচার আসলে হোম মিনিস্টার স্ক্যাম, দাবি অভিষেকের

Last Updated : Sep 8, 2022, 2:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details