কালীঘাট, 15 এপ্রিল: নববর্ষের সন্ধ্যায় সপরিবারে কালীঘাটে গিয়ে পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee at Kalighat Temple)। বছরের প্রথম দিন নিজের নির্বাচনী ক্ষেত্র ডায়মন্ড হারবার থেকে নতুন ফুটবল টিমের সূচনা করেছেন অভিষেক। সেখান থেকে ফিরে মেয়ে এবং স্ত্রীকে নিয়ে সরাসরি কালীঘাটে পৌঁছলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বছরের শেষ দিনে কালীঘাটে গিয়ে পুজো দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মানুষের কল্যাণে আরতিও করেন তিনি। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় এবং ভাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়।
এদিন পুজো দিয়ে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "প্রত্যেকেই ভাল থাকবেন। নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। রাজ্যের মানুষ ও দেশের মানুষ সমৃদ্ধশালী হোক। রাজ্যে ও দেশের মানুষ ভাল থাকুক, এই কামনাই করি। মায়ের কাছে সকলের সুস্থতা কামনা করেছি, সকলের জন্য প্রার্থনা করেছি।"
আরও পড়ুন :Khuti Puja In Thakurpukur : নববর্ষে এসবি পার্কে খুঁটি পুজো
মন্দির থেকে ফিরে এদিন ফেসবুকেও পোস্ট করেন তিনি। সেখানে তিনি লেখেন, বাংলা নববর্ষের প্রথম দিনে রাজ্য তথা সকল দেশবাসীর মঙ্গল কামনায় কালীঘাট মন্দিরে পুজো দিলাম। মঙ্গলময়ী মায়ের আশিসে মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা । বিনাশ হোক সকল আসুরিক শক্তির, মানবতার সুরে মুখরিত হোক ধরণী। পবিত্রতার স্পর্শ আসুক, ক্লেদ ও বিষাদমুক্ত হোক সবার জীবন। নতুন বছরের আগমনে নতুন আশা সঞ্চারিত হোক প্রাণে। সুস্থ ও সুরক্ষিত থাকুক প্রতিটি পরিবার ৷ এই কামনা করি।