পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

সমাজের আসল সমস্যা নিয়ে কথা বলুন অমিত শাহ, টুইট অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের - মহুয়া মৈত্র

এদিন বাঁকুড়া সফরে গিয়ে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের সরকারকে নিশানা করেন অমিত শাহ ৷ দক্ষিণবঙ্গের দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন ৷ সেখানেই অমিত শাহ বলেন, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সরকারের মৃত্য়ু ঘণ্টা বেজে গিয়েছে ৷

abhishek_banarjee_and_mahua_maitra_attack_amit_shah_have_his_meal_in_tribal_house_in_bankura
সমাজের আসল সমস্যা নিয়ে কথা বলুন অমিত শাহ : অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়

By

Published : Nov 5, 2020, 7:30 PM IST

কলকাতা, 5 নভেম্বর : BJP-র প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ দলীয় কর্মসূচিতে রাজ্যে এসেছেন ৷ আজ গিয়েছিলেন বাঁকুড়ায় ৷ সেখানেই এক আদিবাসী পরিবারে দলের অন্যদের সঙ্গে মধ্য়াহ্নভোজন করেন তিনি ৷ আদিবাসী পরিবারে মধ্য়াহ্নভোজন নিয়ে অমিত শাহকে নিশানা করলেন তৃণমূল যুবর সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্য়োপাধায় ৷ টুইটারে অমিত শাহকে নিশানা করে তাঁর প্রশ্ন, অমিত শাহ কেন আসল সমস্যা নিয়ে কথা বলছেন না ?

অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় তাঁর টুইটারে লেখেন, মাত্র একবছর আগেই BJP শাসিত রাজ্য় উত্তরপ্রদেশে দলিতদের উপর অত্য়াচার নেমে এসেছিল এবং সম্প্রতি হাথরসে এক দলিত মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে, যার স্মৃতি এখনও তাজা ৷ লোক দেখানো তৃপ্তির ভোজ ছাড়ুন ৷ অমিত শাহজি আপনি সমাজের আসল সমস্য়া নিয়ে কথা বলছেন না কেন?

আজ বাঁকুড়া সফরে গিয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সরকারকে নিশানা করেন অমিত শাহ ৷ দক্ষিণবঙ্গের দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন ৷ বলেন, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সরকারের মৃত্য়ুঘণ্টা বেজে গিয়েছে ৷ এরপরেই তিনি যোগ করেন, বাংলায় দুই তৃতীয়াংশ আসনে জিতে সরকার গঠন করবে BJP। এমনকী বাংলার মুখ্য়মন্ত্রী ভয় পেয়ে গিয়েছেন বলে দাবি করেন শাহ ৷ তিনি বলেন, মমতা বন্দ্য়োপাধ্য়ায় ভয় পেয়ে গিয়েছেন ৷ তাই তিনি পশ্চিমবঙ্গের গরিব মানুষদের প্রায় 80টি কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত করছেন ৷ তবে, এই প্রথম নয়, এর আগেও বাংলায় ক্ষমতা দখলের প্রসঙ্গে দুই তৃতীয়াংশ আসনে জেতার কথা বলেছেন তিনি ৷

আজ বাঁকুড়ায় অমিত শাহ আদিবাসী পরিবারের সঙ্গে বসে মধ্য়াহ্নভোজন ছাড়াও, তাঁদের পা ধুয়ে দেন ৷ যা নিয়ে এবার সরাসরি NRC প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ টুইটারে তিনি লেখেন, সাবধান বাংলা... এই মানুষটাই আজকে আপনাদের কুঁড়ে ঘরে গিয়েছেন ৷ আপনাদের পা ধুয়ে দিয়ে, একসঙ্গে মাটিতে বসে খেয়েছেন ৷ কিন্তু, ওঁকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এলে আপনাদেরই কাগজ দেখতে চাইবেন ৷ তাঁর এই টুইটের মাধ্য়মে স্বাভাবিকভাবেই BJP-র NRC এজেন্ডার কথাই বাংলার মানুষকে মনে করিয়ে দিতে চেয়েছেন তৃণমূল সাংসদ ৷

ABOUT THE AUTHOR

...view details