কলকাতা, 3 জুন : বিধানসভা ভোটে একটিও আসনে জিততে পারেনি কংগ্রেস ৷ আর তার জেরে দলের অন্দরের কোন্দল আরও বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ ৷ এবার সেই কোন্দলই প্রকাশ্যে চলে এল ৷ দলের নেতা আব্দুল মান্নান চান প্রদেশ কংগ্রেসের কমিটি ভেঙে দেওয়া হোক ৷ তাই তিনি চিঠি লিখেছেন সোনিয়া গান্ধিকে ৷
উল্লেখ্য, এবার বিধানসভা নির্বাচনে বাম ও কংগ্রেস জোট করেছিল আব্বাস সিদ্দিকীর আইএসএফের সঙ্গে ৷ আর সেই জোট গড়ার অন্যতম মুখ্য কারিগর ছিলেন গত বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান । কিন্তু সেই জোটের জন্যই কংগ্রেসের ফল খারাপ হয়েছে বলে কোনও কোনও মহল থেকে দাবি করা হচ্ছে ৷ তাই আব্দুল মান্নানের এই চিঠি ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে কংগ্রেসের অন্দরে ৷
জানা গিয়েছে যে বাংলায় দলকে বাঁচাতে হলে এখনই অধীর চৌধুরীরর নেতৃত্বাধীন প্রদেশ কংগ্রেস কমিটি ভেঙে দেওয়ার দাবি জানিয়েছেন ৷ সেই দাবি নিয়েই তিনি সরাসরি দলনেত্রী সোনিয়া গান্ধির কাছে চিঠি লিখেছেন ৷ কংগ্রেস সূত্রে খবর, বিস্ফোরক চিঠিতে তিনি নির্বাচনী বিপর্যয়ের পাশাপাশি দলের বর্তমান হালের জন্য অধীরের দিকেই আঙুল তুলেছেন । অধীরের মনোভাবের কারণেই মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুরের মতো কংগ্রেসের শক্ত ঘাঁটি থেকে সংখ্যালঘু নেতা-কর্মীরা দল ছেড়েছেন গত লোকসভা ভোটের সময় থেকেই । এই বিষয়ে অধীরের মতো একই দোষে দুষ্ট দীপা দাশমুন্সিও ।