কলকাতা, 4 নভেম্বর : অদ্ভুত সমাপতন বোধহয় একেই বলে ! উৎসবই ছিল যাঁর প্রাণ, সেই সুব্রত মুখোপাধ্যায় ইহলোকের মায়া ত্যাগ করলেন উৎসবের রাতেই ৷ বলা যেতে পারে শক্তির আরাধনার রাতে চলে গেলেন বঙ্গ রাজনীতির এক মহিরূহ ৷ কংগ্রেস থেকে তৃণমূল, কখনও বিদ্রোহী হয়ে নির্দল হিসেবে ভোটে লড়াই ৷ আবার পশ্চিমবঙ্গ সরকারে কনিষ্ঠতম মন্ত্রী হিসেবে নিজের নাম লেখানো ৷ সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে বঙ্গ-রাজনীতির এক বর্ণময় অধ্যায় শেষ হল বৃহস্পতিবার রাত 9টা 22 মিনিটে ৷
1946 সালের 14 জুন জন্ম সুব্রত মুখোপাধ্যায়ের ৷ বঙ্গবাসী কলেজ থেকে অ্যানথ্রোপলজিতে অনার্স নিয়ে বিএসসি পাস করেন তিনি ৷ তার পর আর্কিওলজিতে এমএসসি কলকাতা বিশ্ববিদ্য্যালয় থেকে ৷ ওই একই বিশ্ববিদ্যালয় থেকে মিউসেলজি থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করেছেন তিনি ৷ এছাড়া লন্ডনের এসওএএস বিশ্ববিদ্যালয় থেকে কালচারাল অ্যানথ্রোপলজি থেকে পিজিসার্ট (PgCert)-ও পাশ করেন তিনি ৷
আরও পড়ুন :Subrata Mukherjee : প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়
বিংশ শতকের ছয়ের দশকে কংগ্রেসী রাজনীতি দিয়ে তিনি কেরিয়ার শুরু করেন ৷ ছাত্র রাজনীতি দিয়েই তাঁর শুরু ৷ সেই সময় থেকেই প্রিয়রঞ্জন দাশমুন্সির ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন তিনি ৷ অচিরেই তিনি স্নেহভাজন হয়ে ওঠেন ইন্দিরা গান্ধিরও ৷ রাজনীতির মতো বালিগঞ্জের সঙ্গেও তাঁর সম্পর্ক সেই 1971 সাল থেকে ৷ 1971 ও 72 সালে তিনি বালিগঞ্জ থেকে বিধায়ক নির্বাচিতও হন ৷ তাঁকে তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী করেন তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায় ৷ বঙ্গ-সরকারে তিনিই কনিষ্ঠতম মন্ত্রী ৷ তখন তাঁর বয়স মাত্র 26 ৷