পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ডেঙ্গিতে আক্রান্ত হয়ে 3 মাসের শিশুর মৃত্যু

কোরোনা সংক্রমণের সময়ে ডেঙ্গিতে মৃত্যু হল এক তিন মাসের শিশুর। সোমবার তার মৃত্যু হয়।

dengue
ডেঙ্গিতে আক্রান্ত

By

Published : Nov 10, 2020, 2:10 PM IST

কলকাতা, 9 নভেম্বর : COVID-19-এর আবহের মধ্যে ডেঙ্গিতে আক্রান্ত তিন মাসের এক শিশুর মৃত্যু হল কলকাতার বেসরকারি এক হাসপাতালে। মৃত শিশুটির বাড়ি হাওড়ার বাঁকড়া অঞ্চলে। এই হাসপাতালে সোমবার তার মৃত্যু হয়। তবে, অ্যাকিউট লিভার ফেলিওরের কারণে এই শিশুটিকে আর বাঁচানো সম্ভব হয়নি বলে ওই হাসপাতালের তরফে জানানো হয়েছে।


কলকাতার বেসরকারি ওই হাসপাতাল পাকসার্কাস অঞ্চলে অবস্থিত। শিশুদের চিকিৎসার জন্য ওই হাসপাতালে সপ্তাহ খানেক আগে তিন মাস বয়সি এই শিশুটিকে ভরতি করানো হয়েছিল। ওই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ভরতি হওয়ার সময় শিশুটির জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যা ছিল। এই হাসপাতালে তাকে পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (PICU)-এ রাখা হয়। পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে শিশুটি ডেঙ্গিতে আক্রান্ত। তার চিকিৎসা চলতে থাকে। তবে, একই সঙ্গে তার শারীরিক অবস্থার অবনতিও হতে থাকে। শিশুটির রক্তে প্লেটলেটের পরিমাণ 30 হাজারে নেমে গিয়েছিল। এর পাশাপাশি বেসরকারি ওই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ডেঙ্গিতে আক্রান্ত শিশুটিকে এই হাসপাতালে দুই দফায় ভেন্টিলেটর সাপোর্টেও রাখতে হয়েছিল। তার শরীরের বিভিন্ন অঙ্গ থেকে রক্তক্ষরণ হচ্ছিল।


এ দিকে, চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত সোমবার সকালে এই হাসপাতালে তার মৃত্যু হয়। COVID-19-এর এই আবহের মধ্যে এর আগেও ডেঙ্গিতে আক্রান্ত শিশুর মৃত্যু হয়েছে কলকাতার এই হাসপাতালে। তবে, পার্কসার্কাসের বেসরকারি এই শিশু হাসপাতালের অধিকর্তা, চিকিৎসক অপূর্ব ঘোষ তিন মাস বয়সি এই শিশুর মৃত্যুর বিষয়ে বলেন, "অ্যাকিউট লিভার ফেলিওর নিয়ে এই শিশুটিকে আমাদের এখানে আনা হয়েছিল। আমাদের এখানে তার ডেঙ্গি ধরা পড়ে। আমাদের চেষ্টা সত্ত্বেও অ্যাকিউট লিভার ফেলিওরের কারণে এই শিশুটিকে আর বাঁচানো সম্ভব হল না।"

ABOUT THE AUTHOR

...view details