পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

জাকির হোসেন কাণ্ডের তদন্তে অনুজ শর্মার নেতৃত্বে সিট গঠন সিআইডির - CID

রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের উপর হামলার ঘটনায় এবার এডিজি (সিআইডি) অনুজ শর্মার নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করল সিআইডি। ভবানী ভবন সূত্রে এই খবর জানা গিয়েছে।

জাকির হোসেন কাণ্ডে অনুজ শর্মার নেতৃত্বে সিট গঠন সিআইডির
জাকির হোসেন কাণ্ডে অনুজ শর্মার নেতৃত্বে সিট গঠন সিআইডির

By

Published : Feb 18, 2021, 8:49 PM IST

কলকাতা, 18 ফেব্রুয়ারি : রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের উপর হামলার ঘটনায় এবার এডিজি (সিআইডি) অনুজ শর্মার নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করল সিআইডি। ভবানী ভবন সূত্রে এই খবর জানা গিয়েছে।

ভবানী ভবন সূত্রের খবর, প্রথমে ডিআইজি (সিআইডি) অজয় ঠাকুরের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হলেও সেই টিমের মাথায় রাখা হল খোদ এডিজি (সিআইডি) অনুজ শর্মাকে৷ পাশাপাশি এই দলে একাধিক ইনস্পেক্টর র‍্যাংকের পুলিশ আধিকারিকদের আনা হয়েছে, যাঁরা এর আগে একাধিক বিস্ফোরণ কাণ্ডের তদন্তে সাফল্যের সঙ্গে কাজ করেছেন। এইদিকে এই ঘটনার তদন্ত আগেই শুরু করে দিয়েছে সিআইডি৷ প্রাথমিক তদন্তে তাদের অনুমান, এটা পূর্ব পরিকল্পিত একটি হামলা। কারণ, ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে একাধিক সরঞ্জাম উদ্ধার করে সিআইডি।

বুধবার রাতে মন্ত্রী জাকির হোসেন যখন মুর্শিদাবাদের নিমতিতা রেল স্টেশনে উপস্থিত হন, তখনই বিস্ফোরণের ঘটনা ঘটে৷ ওই স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে ঘটনাটি ঘটে৷ তদন্তকারীরা ওই প্ল্যাটফর্ম ছাড়াও রেললাইনে নেমেও তল্লাশি চালান৷ পাশাপাশি সংশ্লিষ্ট প্ল্যাটফর্মটি এতটাই অন্ধকারাচ্ছন্ন এবং সেখানে কম লোকের যাতায়াত, ফলে তদন্তে নেমে কিছুটা বেগ পেতে হচ্ছে সিআইডিকে।

আরও পড়ুন :জাকির হোসেনের উপর হামলার ঘটনায় তদন্তে সিআইডি

এদিকে ওই ঘটনায় জিহাদ হোসেন নামে এক স্থানীয় বাসিন্দা আহত হন৷ তিনি জঙ্গিপুর মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অস্ত্রোপচার হলেও তিনি এখনও বিপদমুক্ত নন। মন্ত্রী জাকির হোসেনের চিকিৎসা চলছে কলকাতার এসএসকেএম হাসপাতালে৷

ABOUT THE AUTHOR

...view details