কলকাতা, 18 ফেব্রুয়ারি : রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের উপর হামলার ঘটনায় এবার এডিজি (সিআইডি) অনুজ শর্মার নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করল সিআইডি। ভবানী ভবন সূত্রে এই খবর জানা গিয়েছে।
ভবানী ভবন সূত্রের খবর, প্রথমে ডিআইজি (সিআইডি) অজয় ঠাকুরের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হলেও সেই টিমের মাথায় রাখা হল খোদ এডিজি (সিআইডি) অনুজ শর্মাকে৷ পাশাপাশি এই দলে একাধিক ইনস্পেক্টর র্যাংকের পুলিশ আধিকারিকদের আনা হয়েছে, যাঁরা এর আগে একাধিক বিস্ফোরণ কাণ্ডের তদন্তে সাফল্যের সঙ্গে কাজ করেছেন। এইদিকে এই ঘটনার তদন্ত আগেই শুরু করে দিয়েছে সিআইডি৷ প্রাথমিক তদন্তে তাদের অনুমান, এটা পূর্ব পরিকল্পিত একটি হামলা। কারণ, ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে একাধিক সরঞ্জাম উদ্ধার করে সিআইডি।