পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কোরোনা সন্দেহে সিডনির প্রৌঢ়ার শরীরে মিলল সাধারণ ইনফ্লুয়েঞ্জা - কোরোনা ভাইরাস

কোরোনা ভাইরাসে আক্রান্ত এই সন্দেহে সিডনির বাসিন্দা এক প্রৌঢ়াকে বেলেঘাটার ID হাসপাতালে ভর্তি করানো হয় । কিন্তু বৃহস্পতিবার তাঁর সোয়াব পরীক্ষায় জানা গিয়েছে যে প্রৌঢ়ার সাধারণ ইনফ্লুয়েঞ্জা হয়েছে ।

corona virus
কোরোনা ভাইরাস সন্দেহে ভর্তি প্রৌঢ়া

By

Published : Feb 21, 2020, 12:15 PM IST

কলকাতা, ২১ ফেব্রুয়ারি: জ্বর-সর্দি-কাশির সমস্যা নিয়ে ভর্তি করা হয় এক বৃদ্ধাকে । সন্দেহ হয় তিনি কোরোনা ভাইরাসে আক্রান্ত । বুধবার কলকাতার ইনফেকশন ডিজিজেস অ্যান্ড বেলেঘাটা জেনারেল (ID&BG) হসপিটালে সিডনির বাসিন্দা 76 বছর বয়সি এক প্রৌঢ়াকে ভরতি করানো হয়। তবে, বৃহস্পতিবারই তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্টে জানা গিয়েছে, এই জ্বর, সর্দি, কাশি সাধারণ ইনফ্লুয়েঞ্জার হয়েছে ।

সাধারণ ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত এই বৃদ্ধাকে এখন অন্য হাসপাতালে পাঠানোর চেষ্টা চলছে। গত বুধবার কলকাতার বাসিন্দা এক যুবককেও নভেল কোরোনা ভাইরাসের সংক্রমণ সন্দেহে এই হাসপাতালে ভরতি করান হয়। এই যুবকেরও সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে । সিডনির বাসিন্দা 76 বছর বয়সি এক প্রৌঢ়া সম্প্রতি কলকাতায় এসেছেন । অস্ট্রেলিয়ার এই বাসিন্দা কলকাতায় বেড়াতে এসে জ্বর-সর্দিতে আক্রান্ত হন । গত মঙ্গলবার তাঁকে নিয়ে যাওয়া হয় আলিপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে । পরীক্ষা-নিরীক্ষার পর সেখানকার চিকিৎসকরা এই প্রৌঢ়াকে কলকাতার বেলেঘাটা (ID&BG)-তে পাঠিয়ে দেন । ওই দিন সন্ধ্যার পরে এই প্রৌঢ়াকে নিয়ে আসা হয় ID&BG হাসপাতালে । সেখানে তাঁকে ভরতি নেওয়া হয়‌ । সিডনির বাসিন্দা এই প্রৌঢ়া যে বিমানে করে এদেশে এসেছেন, সেই বিমান সিঙ্গাপুর হয়ে এসেছে । সিঙ্গাপুরে তিন ঘণ্টা ছিলেন তিনি । তাই এই প্রৌঢ়ার ক্ষেত্রে চিকিৎসকরা ঝুঁকি নিতে চাননি। এর ফলে তাঁকে ID&BG-তে ভরতি নেওয়া হয়।

সূত্রের খবর, আলিপুরের যে বেসরকারি হাসপাতাল থেকে এই প্রৌঢ়াকে ID&BG হাসপাতালে পাঠানো হয়েছিল, সেই বেসরকারি হাসপাতালেই এই প্রৌঢ়াকে পাঠানো হতে পারে । কারণ, তাঁর হৃদযন্ত্র, ফুসফুসে সমস্যা রয়েছে । শ্বাসকষ্ট আছে। এ সব কারণে চিকিৎসার প্রয়োজন ।

কোরোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে মিলল সাধারণ ইনফ্লুয়েঞ্জা

ABOUT THE AUTHOR

...view details