পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মন ভালো করতে বিনামূল্যে অ্যান্টি কোরোনা মিষ্টি যাদবপুরে - Jadavpur

দেখতে কোরোনা ভাইরাসের মতো হলেও ভয়ের কিছু নেই ৷ আসলে এগুলি মিষ্টি ৷ নাম দেওয়া হয়েছে অ্যান্টি কোরোনা ৷ লকডাউনের সময় খারাপ পরিস্থিতিতে মানুষের মন ভালো করতেই এই অভিনব মিষ্টি তৈরি করল যাদবপুরের একটি মিষ্টি দোকান ৷

বিভিন্ন আকারের, বিভিন্ন রকমের অ্যান্টি কোরোনা মিষ্টি
বিভিন্ন আকারের, বিভিন্ন রকমের অ্যান্টি কোরোনা মিষ্টি

By

Published : Apr 6, 2020, 5:48 PM IST

কলকাতা, 6 এপ্রিল : কোনওটা আকারে ছোটো, কোনওটার আকার বিশাল ৷ খবরে দেখতে পাওয়া কোরোনা ভাইরাসের ছবির মতোই দেখতে ৷ তবে এগুলি কোরোনা ভাইরাস নয় ৷ অ্যান্টি কোরোনা ভাইরাস ৷ আসলে এগুলো এক একটা মিষ্টি ৷ এমনই অভিনব আকারের মিষ্টি বাজারে নিয়ে এল যাদবপুরের একটি মিষ্টি দোকান ৷

লকডাউনে গৃহবন্দী মানুষ ৷ বাড়িতে বন্দীদশায় অনেকেই অবসাদে ভুগছেন ৷ তাই মন ভালো করতে এই অ্যান্টি কোরোনা মিষ্টি বানিয়ে ফেলল এই মিষ্টি দোকানের কর্মচারীরা ৷ এগুলি খেতে দিতে হবে না কোনও টাকা ৷ একদম বিনামূল্যে মানুষের হাতে এই মিষ্টি তুলে দিচ্ছেন দোকানের মালিক ৷ রাজ্য সরকার দুপুর 12টা থেকে বিকেল চারটে পর্যন্ত মিষ্টি দোকান খোলার কথা বলেছেন ৷ সেই সময় মেনে রোজ দোকান খুলছেন তাঁরা ৷ আর এই সময়ে যাদবপুরের এই দোকানে পৌঁছে গেলেই বিনামূল্যে মিলছে মন ভালো করার দাওয়াই অ্যান্টি কোরোনা মিষ্টি ৷

বিভিন্ন আকারের, বিভিন্ন রকমের অ্যান্টি কোরোনা মিষ্টি

দোকান মালিক রবিন পাল বলেন, "সারা বছর ব্যবসা করলেও এই সময়টা লাভ-ক্ষতি ভাবার সময় নয় ৷ মানুষ হিসেবে মানুষের পাশে থাকার সময় ৷ মিষ্টি সবসময় মানুষের মন ভালো করতে সাহায্য করে ৷ দীর্ঘদিন মানুষ বাড়ি বসে বসে অবসাদে ভুগছেন ৷ এই ভাবনা থেকেই এই মিষ্টি তৈরির কথা মাথায় আসে ৷" তিনি আরও বলেন, "ক্রেতারা দোকানে এসে এই অভিনব মিষ্টি দেখে উৎসাহিত ৷ তাঁদের পছন্দও হয়েছে এই মিষ্টি ৷"

শুধু অভিনব মিষ্টি বানিয়ে তাক লাগিয়ে দেওয়া নয়, রবিন পাল ঢাকুরিয়ায় নিজের বাড়িকে প্রয়োজনে কোয়ারান্টাইনের জন্য ব্যবহার করতে দিতেও রাজি আছেন বলে জানান ৷ পাশাপাশি মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 1 লাখ টাকা অনুদানও করেছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details