কলকাতা, 6 এপ্রিল : কোনওটা আকারে ছোটো, কোনওটার আকার বিশাল ৷ খবরে দেখতে পাওয়া কোরোনা ভাইরাসের ছবির মতোই দেখতে ৷ তবে এগুলি কোরোনা ভাইরাস নয় ৷ অ্যান্টি কোরোনা ভাইরাস ৷ আসলে এগুলো এক একটা মিষ্টি ৷ এমনই অভিনব আকারের মিষ্টি বাজারে নিয়ে এল যাদবপুরের একটি মিষ্টি দোকান ৷
লকডাউনে গৃহবন্দী মানুষ ৷ বাড়িতে বন্দীদশায় অনেকেই অবসাদে ভুগছেন ৷ তাই মন ভালো করতে এই অ্যান্টি কোরোনা মিষ্টি বানিয়ে ফেলল এই মিষ্টি দোকানের কর্মচারীরা ৷ এগুলি খেতে দিতে হবে না কোনও টাকা ৷ একদম বিনামূল্যে মানুষের হাতে এই মিষ্টি তুলে দিচ্ছেন দোকানের মালিক ৷ রাজ্য সরকার দুপুর 12টা থেকে বিকেল চারটে পর্যন্ত মিষ্টি দোকান খোলার কথা বলেছেন ৷ সেই সময় মেনে রোজ দোকান খুলছেন তাঁরা ৷ আর এই সময়ে যাদবপুরের এই দোকানে পৌঁছে গেলেই বিনামূল্যে মিলছে মন ভালো করার দাওয়াই অ্যান্টি কোরোনা মিষ্টি ৷