কলকাতা, 19 সেপ্টেম্বর: পুজো আসতে আর মাত্র কয়েকদিন বাকি ৷ শহরের মণ্ডপগুলি মেতে উঠেছে থিমে অভিনবত্ব আনতে ৷ নানা ধরনের থিমের মাধ্যমে তাঁরা সামাজবাসীর কাছে বার্তা দিতে চায় ৷ যেমন উত্তর কলকাতার বিধান সরণি অ্যাটলাস ক্লাবের দুর্গাপুজো (Bidhan Sarani Atlas Club) ৷ এই মণ্ডপ ‘পোষ্য বান্ধব’ (Pet Friendly pandel ) ৷ এই প্যাণ্ডেলে দুটি পথ কুকুরকে দেখা যাবে তারা আশ্রয়ের জন্য জগতের সৃষ্টি কর্তার পায়ের কাছে বসে প্রার্থনা করছে ৷
চমকের শেষ এখানেই নয় ৷ বিধান সরণি অ্যাটলাস ক্লাবের পুজোয় অসুরকে দেখা যাবে অন্যরূপে ৷ সমাজের সেই সকল মানুষ যারা এই সকল পথ সারমেয়দের উপর অত্যাচার করে এবং আঘাত করে তাদেরকেই অসুর রূপে তুলে ধরা হয়েছে মণ্ডপে ৷