পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Durga Puja 2022: পোষ্যদের জন্য বিশেষ পুজো মণ্ডপ বিধান সরণি অ্যাটলাস ক্লাবের - pet friendly durga puja

বিধান সরণির অ্যাটলাস ক্লাব ৷ এবারে থিম ‘ওদের জন্য’ ৷ যেখানে দর্শকরা তাঁদের পোষ্যদের নিয়ে পুজো দেখতে আসতে পারবেন ৷ আবার এখানে অসুরের জায়গায় দেখা যাবে দু‘টি প্রার্থনারত সারমেয়কে ৷ যারা দেবীর কাছে আশ্রয় চাইছে (Durga Puja 2022) ৷

Durga Puja 2022
পোষ্য়দের জন্য বিশেষ পুজো মণ্ডপ বিধান সরণি এ্যাটলাস ক্লাবের

By

Published : Sep 19, 2022, 12:05 PM IST

Updated : Sep 19, 2022, 1:25 PM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর: পুজো আসতে আর মাত্র কয়েকদিন বাকি ৷ শহরের মণ্ডপগুলি মেতে উঠেছে থিমে অভিনবত্ব আনতে ৷ নানা ধরনের থিমের মাধ্যমে তাঁরা সামাজবাসীর কাছে বার্তা দিতে চায় ৷ যেমন উত্তর কলকাতার বিধান সরণি অ্যাটলাস ক্লাবের দুর্গাপুজো (Bidhan Sarani Atlas Club) ৷ এই মণ্ডপ ‘পোষ্য বান্ধব’ (Pet Friendly pandel ) ৷ এই প্যাণ্ডেলে দুটি পথ কুকুরকে দেখা যাবে তারা আশ্রয়ের জন্য জগতের সৃষ্টি কর্তার পায়ের কাছে বসে প্রার্থনা করছে ৷

চমকের শেষ এখানেই নয় ৷ বিধান সরণি অ্যাটলাস ক্লাবের পুজোয় অসুরকে দেখা যাবে অন্যরূপে ৷ সমাজের সেই সকল মানুষ যারা এই সকল পথ সারমেয়দের উপর অত্যাচার করে এবং আঘাত করে তাদেরকেই অসুর রূপে তুলে ধরা হয়েছে মণ্ডপে ৷

বিতর্ক সৃষ্টি হতে পারে জেনেও এইরকম সাহাসী থিম বেছে নিয়েছেন অ্যাটলাস ক্লাবের পুজো উদ্যোক্তারা ৷ ক্লাবের সম্পাদক বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘‘আমরা জানতাম দেবীর কাছে অসুরের জায়গায় দুটি পথ কুকরকে রাখলে বিতর্কের সৃষ্টি হতে পারে ৷ তা সত্ত্বেও আমরা এই থিম বেছে নিয়েছি ৷ এখন সব কিছুতেই পরিবর্তন আসছে ৷ দুর্গা প্রতিমাতেও পরিবর্তন দেখা যাচ্ছে ৷ তার উপর এই বছর রাজ্যের দুর্গা পুজো ইউনেসকোর স্বীকৃতি পেয়েছে ৷ তাই আমরাও এই বছর নতুন কিছু করতে চেয়েছি ৷ সমাজের কাছে অন্য ধারার বার্তা দিতে চয়েছি ৷ ’’

আরও পড়ুন: রামমোহন-বিদ্যাসাগর-উত্তম কুমারের স্মৃতি নিয়ে 223 বছরে রায় জমিদারবাড়ির পুজো

Last Updated : Sep 19, 2022, 1:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details