কলকাতা, 25 জুন: ব্যর্থ প্রচেষ্টা ৷ প্রায় দু’ঘণ্টা চেষ্টার পরেও কার্নিশ থেকে নামানো গেল না রোগীকে । মল্লিক বাজারে একটি বেসরকারি হাসপাতালের আটতলার কার্নিশ থেকে নিচে পড়ে গেলেন মানসিক ভারসাম্যহীন রোগী (Patient of Mallikbazar Neuro Hospital Fell Down) ৷ তাঁকে নামাতে গেলে ঝাঁপ দেওয়ার ভয় দেখায় তিনি ৷ এর কিছুক্ষণ পরে কার্নিশ ধরে ঝুলে পড়েন সুজিত অধিকারী ৷ এরপর শরীরের ভার রাখতে না পেরে নিচে পড়ে যান তিনি ৷ সেই সময় বেশ কয়েকবার কংক্রিটের দেওয়ালে আঘাত লাগে তাঁর শরীরে ৷ এর জেরে তাঁর মাথায় চোট লেগেছে বলে জানা গিয়েছে ৷ এই মুহূর্তে অতিসঙ্কটজনক অবস্থায় ওই হাসপাতালেই ভর্তি রয়েছেন সুজিত অধিকারী ৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, তাঁর জ্ঞান ফেরেনি ৷
গত বৃহস্পতিবার মানসিক সমস্যা নিয়ে সুজিত অধিকারী মল্লিক বাজারের ওই হাসপাতালে ভর্তি হন ৷ গত দু’দিন ধরে সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন ৷ আজ সকাল এগারোটা নাগাদ হঠাৎ তাঁকে হাসপাতালের 8 তলার কার্নিশে দেখা যায় (A Patient Goes Down in Cornice) ৷ তাঁকে উদ্ধার করতে বেসরকারি হাসপাতালটির পক্ষ থেকে পুলিশ ও দমকলকে খবর দেওয়া হয় ৷ দমকলবাহিনী হাইড্রোলিক ল্যাডার নিয়ে তাঁর কাছে পৌঁছনোর চেষ্টা করে ৷ কিন্তু ওই রোগী দমকল কর্মীদের পাল্টা হুমকি দিতে থাকেন ৷ ফলে বাধ্য হয়ে দমকলবাহিনীকে পিছিয়ে যেতে হয় ৷ তাঁকে বাঁচাতে নিচে গদিও পাতা হয়েছিল ৷ প্রায় দু’ঘণ্টা ধরে সুজিত ওই কার্নিশেই বসে থাকেন ৷