কলকাতা, 19 ফেব্রুয়ারি: নিমতিতা স্টেশনে বোমা বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু করেছে সিআইডি । এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল, বৃহস্পতিবার মন্তব্য করেছেন যে, এই ঘটনায় রাজ্য সরকার চাইলে সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দিক । এই পরিস্থিতিতে ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার কথা বললেন তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য সুনীল সরকার ।
নিমতিতার ঘটনা নিয়ে ইতিমধ্যে শাসকদল ও বিরোধীদের মধ্যে তরজা শুরু হয়েছে । একদিকে ঘটনার পিছনে ষড়যন্ত্রের তত্ত্ব তুলে ধরেছেন খোদ মুখ্যমন্ত্রী । অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, রাজ্য চাইলে সিবিআইকে এই ঘটনার তদন্তের দায়িত্ব দিতে পারে । সিআইডি-র হাতে তদন্তভার আগেই তুলে দিয়েছে রাজ্য সরকার । তৃণমূল কংগ্রেসের বিভিন্ন অংশ মনে করছে যে, সিআইডির উপর মুখ্যমন্ত্রীর আস্থা রয়েছে । এই পরিস্থিতিতে খোদ তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য সুনীল সরকার ঘটনার সিবিআই তদন্তের দাবি করলেন । মন্ত্রী জাকির হোসেনের পরিচিত সুনীল সরকার ফেডারেশন অফ অল ইন্ডিয়া হিন্দুস্তান কনস্ট্রাকশন ওয়ার্কার্স ইউনিয়ন-এর সাধারণ সম্পাদক । তিনি বলেন, "সিআইডি তদন্ত করছে । এই ঘটনায় সিবিআই তদন্ত হওয়া উচিত । জাকির হোসেন একজন সৎ মানুষ । তাঁর উপর যেভাবে আক্রমণ হয়েছে, আশা করি দোষীদের ধরা পড়া উচিত । এই ঘটনায় রেলের অপদার্থতা আমরা স্পষ্ট দেখতে পেলাম ।"