পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ডেঙ্গির মতো কোরোনাতেও মৃত্যু যাচাই, 5 সদস্যের কমিটি ঘোষণা - কোরোনাতেও মৃত্যু যাচাই

কোনও রোগীর মৃত্যু COVID-19-এর কারণে হয়েছে কি না, তা স্থির করবে রাজ্য স্বাস্থ্যদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। এই কমিটিতে পাঁচ সদস্য রয়েছেন। অবিলম্বে এই কমিটি কাজ শুরু করবে বলে রবিবার জানিয়েছে স্বাস্থ্যদপ্তর।

committee
কোরোনাতেও মৃত্যু যাচাই

By

Published : Apr 5, 2020, 5:27 PM IST


কলকাতা, 5 এপ্রিল : ডেঙ্গির ক্ষেত্রেও ছিল বিশেষজ্ঞ কমিটি। কোনও রোগীর মৃত্যু ডেঙ্গির কারণে হয়েছে কি না, তা নির্ধারণ করত ওই কমিটি। COVID-19 (নভেল কোরোনা ভাইরাস ডিজিজ)-এর ক্ষেত্র একই পথে হাঁটল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। কোনও রোগীর মৃত্যু COVID-19-এর কারণে হয়েছে কি না, তা স্থির করবে রাজ্য স্বাস্থ্যদপ্তরের এক্সপার্ট কমিটি। এই কমিটিতে পাঁচ সদস্য রয়েছেন। অবিলম্বে এই কমিটি কাজ শুরু করবে বলে রবিবার জানিয়েছে স্বাস্থ্যদপ্তর।


এই কমিটিতে রয়েছেন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন শতপথী। অবসর গ্রহণের পরে তিনি এখন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের উপদেষ্টা। কমিটিতে রয়েছেন রাজ্যের বর্তমান স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য। তাঁকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। বাকি তিন সদস্য হলেন, কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের CTVS (কার্ডিও থোরাসিক অ্যান্ড ভাস্কুলার সায়েন্সেস)-এর প্রধান, চিকিৎসক প্লাবন মুখোপাধ্যায়, SSKM হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের প্রধান, চিকিৎসক আশুতোষ ঘোষ এবং, RG কর মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক জ্যোতির্ময় পাল।


কোনও রোগীর ক্ষেত্রে COVID-19 পজিটিভ ধরা পড়লে এবং ওই রোগীর মৃত্যু হলে, তাঁর বেড হেড টিকিট, ট্রিটমেন্ট হিস্ট্রি, ল্যাবরেটরিতে পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট, ডেথ সার্টিফিকেট এবং প্রয়োজনীয় অন্যান্য নথি যাচাই করে এই কমিটি স্থির করবে, ওই রোগীর মৃত্যু COVID-19-এর কারণে হয়েছে কি না। কোনও হাসপাতালে কোনও COVID-19 পজিটিভ রোগীর মৃত্যু হলে, ওই সব তথ্য স্বাস্থ্য দপ্তরে পাঠাতে হবে। এই কমিটির সদস্যরা তথ্য কখন যাচাই করবেন?

রাজ্যের স্বাস্থ্য দপ্তর রবিবার জানিয়েছে, এই কমিটি অবিলম্বে কাজ শুরু করবে। যখন এই সব নথি যাচাইয়ের প্রয়োজন দেখা দেবে, তখন এই কমিটির সদস্যরা বৈঠকে বসবেন।

ABOUT THE AUTHOR

...view details