পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ডেঙ্গি আক্রান্ত যুবতির মৃত্যু শহরে - Dengue take an epidemic form in kolkata

বৃহস্পতিবার থেকে শিরিনা বেগমের চিকিৎসা চলছিল বেসরকারি এক হাসপাতালে । সোমবার মৃত্যু হয় তাঁর ৷ যদিও, এই মৃত্যুর কারণ ডেঙ্গি কি না, তা এখনও স্বীকার করেনি রাজ্য স্বাস্থ্য দপ্তর ।

ডেঙ্গি আক্রান্তের মৃত্যু
abc

By

Published : Nov 26, 2019, 9:28 AM IST

Updated : Nov 26, 2019, 9:51 AM IST

কলকাতা, 26 নভেম্বর : ফের এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হল কলকাতায় । মৃতের নাম শিরিনা বেগম (29) । শওহরের সঙ্গে তিনি নিউটাউনের ভাড়া বাড়িতে থাকতেন । উলটোডাঙার কাছে EM বাইপাসের ধারে অবস্থিত বেসরকারি এক হাসপাতালে সোমবার তাঁর মৃত্যু হয় । যদিও, এই মৃত্যুর কারণ ডেঙ্গি কি না, তা এখনও স্বীকার করেনি রাজ্য স্বাস্থ্য দপ্তর ।

শিরিনা বেগমের শওহর নাসিম আলি বাঁকুড়ার বাসিন্দা । একটি ইউনিভার্সিটির ইলেকট্রিকাল ডিপার্টমেন্টে তিনি পড়ান । তাই, কর্মসূত্রে নিউটাউনে ভাড়া বাড়িতে তিনি থাকেন । বৃহস্পতিবার থেকে শিরিনা বেগমের চিকিৎসা চলছিল বেসরকারি ওই হাসপাতালে । জানা গেছে, শিরিনা বেগম ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন । সোমবার তাঁর মৃত্যু হয় । এদিকে, রাজ্য স্বাস্থ্য দপ্তরের ঘোষণা অনুযায়ী চলতি বছরে এখনও পর্যন্ত 23 জনের মৃত্যু হয়েছে ডেঙ্গিতে । চলতি বছরে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা 47 হাজারের মতো বলে জানানো হয়েছে । যদিও বেসরকারি মতে, ডেঙ্গিতে আক্রান্ত এবং মৃতের সংখ্যা আরও অনেক বেশি । শুক্রবার এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছিল সল্টলেকের বেসরকারি এক হাসপাতালে । মৃত ওই ডেঙ্গি আক্রান্ত সেবাব্রত সাহা (39) উত্তর 24 পরগনার রহড়ার বাসিন্দা ছিলেন । গত কয়েকদিনে ডেঙ্গি আক্রান্ত কয়েক জনের মৃত্যু হয়েছে ।

এদিকে স্বাস্থ্য দপ্তর দাবি করেছে, ডেঙ্গির প্রকোপ কমেছে । তবে, ডেঙ্গি কমতে এখনও কয়েকদিন সময় লাগবে । স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, চলতি বছরে সরকারি ঘোষণা অনুযায়ী ডেঙ্গিতে মৃতের সংখ্যা আরও বাড়তে চলেছে । কারণ, কোনও ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হলে, সেই মৃত্যুর কারণ ডেঙ্গি কি না, স্বাস্থ্য দপ্তর তা পর্যালোচনা করে ঘোষণা করে । শেষ খবর পাওয়া পর্যন্ত, ডেঙ্গি আক্রান্ত 15 জনের মৃত্যুর বিষয়টি এখনও পর্যালোচনা করতে বাকি রয়েছে । এই পর্যালোচনার পরে সরকারি ঘোষণা অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে ।

Last Updated : Nov 26, 2019, 9:51 AM IST

ABOUT THE AUTHOR

...view details