কোরোনা তথ্য গোপন করছে রাজ্য, রেশনেও দুর্নীতি : দিলীপ ঘোষ - রেশন দুর্নীতি
রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, " কোরোনা নিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের কাছে যে তথ্য প্রকাশ করছেন সেটা ঠিক নয়। কেন্দ্রীয় সরকারের হিসেব অনুযাহী রাজ্যে আক্রান্তের সংখ্যা 116, রাজ্যের হিসাবে 89 জন। রাজ্যের আধিকারিকরা জানান কোরোনায় মৃত্যুর সংখ্যা 7 জন। মুখ্যমন্ত্রী বললেন 3জন। এখন সেই সংখ্যাটা দাঁড়িয়েছে 5 জনে " ।
কলকাতা, 11 এপ্রিল : রাজ্য সরকারের বিরুদ্ধে কোরোনা তথ্য গোপন ও রেশন দুর্নীতির অভিযোগ জানিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে অভিযোগ জানাল রাজ্য BJP।
আজ রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, " কোরোনা নিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের কাছে যে তথ্য প্রকাশ করছেন সেটা ঠিক নয়। কেন্দ্রীয় সরকারের হিসেব অনুযায়ী রাজ্যে আক্রান্তের সংখ্যা 116, রাজ্যের হিসাবে 89 জন। রাজ্যের আধিকারিকরা জানান কোরোনায় মৃত্যুর সংখ্যা 7 জন। মুখ্যমন্ত্রী বললেন 3জন। এখন সেই সংখ্যাটা দাঁড়িয়েছে 5 জনে " ।
দিলীপ ঘোষ বলেন, " কত জনের কোরোনা পজেটিভ, কত জনের নেগেটিভ, কতজন কোরোনায় আক্রান্ত হয়েছে, কত জন কোয়ারান্টাইনে আছে তার কোনও নির্দিষ্ট তথ্য নেই সরকারের কাছে । কেন্দ্রীয় সরকার যে কিট পাঠাচ্ছে, তা হাসপাতালগুলি ঠিক ভাবে ব্যবহার করছে না। কলকাতার সাড়ে 9 কোটি মানুষের মধ্যে মাত্র 2 হাজার জনের পরীক্ষা করা হয়েছে। এটা রাজ্য সরকারের চক্রান্ত কারণ পরীক্ষা করলে মোট কতজন কোরোনায় আক্রান্ত সেই তথ্য উঠে আসবে" ।এদিন রাজ্য জুড়ে রেশন ব্যবস্থার দুর্নীতি নিয়েও তিনি রাজ্য সরকারের সমালোচনা করেন । তাঁর অভিযোগ, রেশন ডিলারদের থেকে তৃণমূলের নেতা মন্ত্রীরা চাল, গম লুট করছেন। সেজন্য সাধারণ মানুষ পাচ্ছেন না । তিনি বলেন, "মুখ্যমন্ত্রী যে পরিমাণে চাল,গম দেওয়ার কথা ঘোষণা করেছেন, বাস্তবে সেই পরিমাণ চাল গম দেওয়া হচ্ছে না। এই বিষয়ে আমরা রাজ্যপালকে জানিয়েছি।"
অন্যদিকে, BJP-র কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা অভিযোগ করেন," রাজাবাজার, পার্ক সার্কাস, গার্ডেনরিচ, একবালপুর এলাকায় লকডাউন ঠিকমতো মানা হচ্ছে না। এটা নিয়ে আমরা লিখিত ভাবেই রাজ্যপালকে জানিয়েছি।" আজ BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেন। প্রতিনিধি দলে ছিলেন মুকুল রায় ও রাহুল সিনহা সহ অন্যান্যরা ।