পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বিরল ঘটনা ! ভেন্টিলেশনে 38 দিন কাটিয়েও সুস্থ কলকাতার রোগী - COVID 19 patient discharged

ঢাকুরিয়ার এই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানা গেছে, টালিগঞ্জের বাসিন্দা 52 বছর বয়সি এক ব্যক্তিকে গত 29 মার্চ এই হাসপাতালে ভরতি করা হয়েছিল । হাসপাতালে ভর্তি হওয়ার সময় তাঁর প্রবল জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যা ছিল ।

COVID 19
ফাইল ছবি

By

Published : May 9, 2020, 8:50 PM IST

কলকাতা, 9 মে : দেশজুড়ে COVID-19-এ আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে । আর এরই মধ্যে COVID-19-এ আক্রান্ত এক রোগী 38 দিন ভেন্টিলেশনে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর সুস্থ হয়ে উঠলেন । ঢাকুরিয়ায় অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল । গতকাল বিকালে তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে । এই COVID-19 রোগীর সুস্থ হয়ে ওঠার ঘটনাকে এই হাসপাতাল কর্তৃপক্ষ আশ্চর্যজনক বলেই মনে করছে । এত দীর্ঘ সময় ভেন্টিলেশনে থাকার পরে কোনও COVID-19 রোগীর সুস্থ হয়ে ওঠার ঘটনা এ-দেশে এই প্রথম বলেও দাবি করেছেন হাসপাতালের চিকিৎসকরা ।

ঢাকুরিয়ার এই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানা গেছে, টালিগঞ্জের বাসিন্দা 52 বছর বয়সি এক ব্যক্তিকে গত 29 মার্চ এই হাসপাতালে ভরতি করা হয়েছিল । হাসপাতালে ভর্তি হওয়ার সময় তাঁর প্রবল জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যা ছিল । এই রোগী COPD-তে আক্রান্ত ছিলেন । হাসপাতালে ভরতি হওয়ার পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে । এই কারণে, পরের দিন 30 মার্চ সকালে এই রোগীকে ভেন্টিলেশনে রাখতে হয় । ওই দিনই এই রোগীর সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্টে জানা যায় তিনি COVID-19-এ আক্রান্ত হয়েছেন । ভেন্টিলেশনে সেই শুরু । এর পরে তাঁকে যেমন ভেন্টিলেশন থেকে বের করা যায়নি শারীরিক অবস্থার উন্নতি না হওয়ার কারণে, তেমনই গত 30 মার্চের পরে বিভিন্ন দফায় তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা করা হয় । কিন্তু রিপোর্টে নেগেটিভ আসেনি ।

অবশেষে, গত 17 এবং 18 এপ্রিল, এই রোগীর সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্টে COVID-19 নেগেটিভ পাওয়া যায় । তবে, তখনও এই রোগী ভেন্টিলেশনেই ছিলেন । বেসরকারি এই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, গত 30 মার্চ থেকে 2 মে পর্যন্ত এই রোগীকে ভেন্টিলেশনে রাখতে হয়েছিল । তবে 2 মে থেকে 5 মে পর্যন্ত প্রতিদিন 12 ঘণ্টার কম সময়ের জন্য তাঁকে আংশিক ভেন্টিলেটরের সাপোর্টে রাখতে হয়েছিল ।

তাঁর শারীরিক অবস্থার আরও উন্নতি হলে, গত 5 মে তাঁকে হাই ডিপেন্ডেন্সি ইউনিট (HDU)-এ রাখা হয় । এরপর থেকে এই রোগীকে আর ভেন্টিলেটরের সাপোর্টে রাখতে হয়নি । তবে, গতকাল বিকালে হাসপাতাল থেকে ছুটি হওয়া পর্যন্ত এই HDU-তেই ছিলেন তিনি । বেসরকারি এই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, COVID-19-এ আক্রান্ত এই রোগী এ দেশে প্রথম যাঁকে COVID-19-এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য 38 দিন ভেন্টিলেশনে থাকতে হয়েছে । কোনও COVID-19 রোগীকে এতদিন ভেন্টিলেশনে রাখার ক্ষেত্রে এটা রেকর্ড । এমনই বলছে হাসপাতাল কর্তৃপক্ষ ।

গতকাল বিকেলে এই রোগীকে এই হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় । বেসরকারি এই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড ইন্টারনাল মেডিসিন বিভাগের চিকিৎসক শাশ্বতী সিনহা বলেন, "আজ আমাদের কাছে বিশেষ দিন । 42 দিন পর এই রোগীকে প্রায় সুস্থ করে তুলে আজ আমরা তাকে বাড়িতে পাঠাতে পারছি।" বেসরকারি এই হাসপাতাল গোষ্ঠীর গ্রুপ CEO রূপক বড়ুয়া বলেন, "COVID-19-এ যেখানে এত মানুষের মৃত্যু হচ্ছে, সেখানে এই রোগী 38 দিন ভেন্টিলেশনে থাকার পরে সুস্থ হয়ে উঠেছেন । এই ঘটনা গোটা দেশে নজিরবিহীন । এটা আশ্চর্যজনক ।"

ABOUT THE AUTHOR

...view details