পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Kolkata Municipal Corporation : জলাশয় বুজিয়ে অবৈধ নির্মাণ হলেই থানার ওসির বিরুদ্ধে এফআইআর, জানালেন ফিরহাদ - কলকাতা পৌরসভা

শহরের অবৈধ নির্মাণ নিয়ে ফিরহাদ হাকিমের কাছে অভিযোগ জানালেন এক নাগরিক ৷ তাতে মুখ্য পৌরনিগমের প্রশাসক জানিয়েছেন, তিনি সেখানে পরিদর্শনে যাবেন কয়েকদিন মধ্যেই ৷ পাশাপাশি এই ধরনের ঘটনা বারবার যাতে না ঘটে তার জন্য কেএমসি-র তরফে শহরের সমস্ত জলাশয়ের একটি তালিকাও তৈরি করা হয়েছে ৷ সেই তালিকা ওয়েবসাইট এবং প্রতিটি থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে ৷

কলকাতায় জলাশয় বুজিয়ে চলছে অবৈধ নির্মাণ
কলকাতায় জলাশয় বুজিয়ে চলছে অবৈধ নির্মাণ

By

Published : Sep 19, 2021, 8:33 AM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর : কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) শত চেষ্টার পরও শহরে জলাশয় ও পুকুর বুজিয়ে চলছে অবৈধ নির্মাণ । ফের এমনই অভিযোগ উঠে এল 'টক টু কেএমসি'-তে । 2 নম্বর ওয়ার্ড থেকে এক নাগরিক ফোনে এমনই অভিযোগ জানালেন পৌরনিগমের মুখ্য প্রশাসকের কাছে । উত্তর কলকাতার সাউথ সিথি রোডে অভিযোগকারীর বাড়ির পিছনে একটি পুকুর রয়েছে । ওই পুকুরটি আগেও অবৈধভাবে বুজিয়ে ফেলার চেষ্টা করা হয় । মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পুকুরটি সংস্কার করা হয় । এরপরও সেই পুকুর থেকে বুজিয়ে ফেলার চেষ্টা চলছে এমনই অভিযোগ জানিয়ে ওই ব্যক্তি ফোন করেন ।

অভিযোগকারী জানিয়েছেন, স্থানীয় তৃণমূল ঘনিষ্ঠ প্রোমোটার এলাকায় পুকুর বুজিয়ে অবৈধ নির্মাণ করছেন ৷ স্থানীয় থানায় অভিযোগ জানালেও কোনও কাজ হয়নি । এই অভিযোগ পাওয়ার পর মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানিয়েছেন, তিনি নিজে অতীন ঘোষের সঙ্গে এই পুকুর পরিদর্শন করতে যাবেন । অক্টোবরের 1 অথবা 2 তারিখ তিনি পরিদর্শনে যাবেন সেখানে ।

এই অভিযোগ পাওয়ার পর ফিরহাদ বলেন, "শহরে জমির দাম হু হু করে বাড়ছে । তাই অনেকে অবৈধভাবে জলাশয় ও পুকুর বন্ধ করে দিয়ে অবৈধ নির্মাণ করার চেষ্টা করছেন । কিন্তু কলকাতা পৌরনিগম ইতিমধ্যেই শহরের সমস্ত জলাশয় পুকুরের একটি তালিকা তৈরি করেছে । সেই তালিকা কলকাতা পৌরনিগমের অনলাইন ওয়েবসাইটে রয়েছে । সেই সঙ্গে সেই তালিকা শহরের প্রত্যেকটি থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে ।" কলকাতা শহরের জলাভূমি সংরক্ষণের নিয়ে ইতিমধ্যেই মুখ্য প্রশাসক কথা বলেছেন কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে ।

কলকাতায় জলাশয় বুজিয়ে চলা অবৈধ নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন ফিরহাদ

সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, অবৈধ ভাবে শহরের পুকুর বা জলাভূমি বুজিয়ে অবৈধ নির্মাণ তৈরি করলে পৌরনিগম বিল্ডিং প্ল্যান অনুমোদন করবে না । যেসব এলাকায় এভাবে পুকুর বুজিয়ে অবৈধ নির্মাণ তৈরি করা হবে, সেই এলাকায় দায়িত্বে থাকা থানার ওসির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে ৷

আরও পড়ুন : KMC : দুয়ারে এসে করোনার দ্বিতীয় ডোজ নেওয়ার আবেদন জানাবেন পৌরকর্মীরা

ABOUT THE AUTHOR

...view details