পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Teenager drowned in Ganges : গঙ্গায় তলিয়ে গেল 14 বছরের কিশোর - A 14 year old boy drowned in Ganges

গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক কিশোর (A 14 year old boy drowned in Ganges)। উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয় ।

A 14 year old boy drowned in Ganges
A 14 year old boy drowned in Ganges

By

Published : May 30, 2022, 10:40 PM IST

কলকাতা, 30 মে : ফের গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক কিশোর (A 14 year old boy drowned in Ganges)। পরে অবশ্য তাকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তবে শেষ রক্ষা হয়নি । হাসপাতালে ওই কিশোরকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা । মৃত ওই কিশোরের নাম মোহাম্মদ মাহফুজ(14)। বাড়ি দক্ষিণ বন্দর থানা এলাকায় ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে মোহাম্মদ মাহফুজ নামে ওই কিশোর তার বন্ধুদের সঙ্গে মাঝেরহাট ব্রিজের কাছে গঙ্গায় স্নান করতে গিয়েছিল । আচমকাই আর দেখতে পাওয়া যাচ্ছিল না মোহাম্মদ মাহফুজকে । এর পরেই তার ওই দুই বন্ধু মাহফুজের পরিবারকে গোটা ঘটনাটি জানায় ।

এলাকার লোকজন এবং দক্ষিণ বন্দর থানার পুলিশ ঘটনাস্থলে আসে । নামানো হয় কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও । দীর্ঘ কয়েক ঘণ্টা খোঁজা খুঁজির পর অবশেষে মোহাম্মদ মাহফুজকে পাওয়া যায় । পরে সেখান থেকে তাকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে, মৃত ঘোষণা করে চিকিৎসকরা (Teenager drowned in Ganges)।

আরও পড়ুন :Santipur Teenager Drowned : মামার বাড়িতে এসে প্রথমবার গঙ্গায় নেমেই তলিয়ে গেল কিশোর

সম্প্রতি কলকাতার বাজে কদমতলা ঘাটে স্নান করতে নেবে তিন কিশোর তলিয়ে যাওয়ার ঘটনা সামনে আসে । তাছাড়াও রবীন্দ্র সরোবর লেকে রোয়িং করতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হয় দুই নাবালকের ।

ABOUT THE AUTHOR

...view details