পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ছিনিয়ে আনা দরকার পাকিস্তান অধিকৃত কাশ্মীর, দাবি স্বাধীনতা সংগ্রামীর - subhash chandra bose

বরানগর সংলগ্ন ন'পাড়ার মান্না পাড়ায় থাকেন 99 বছরের বৃদ্ধ স্বাধীনতা সংগ্রামী পূর্ণেন্দু প্রসাদ ভট্টাচার্য । এ বছরই তিনি শতবর্ষে পদার্পণ করবেন । নেতাজির সঙ্গে এক ঘরে বসে, ঘরোয়া মেজাজে মিটিং করা স্বাধীনতা সংগ্রামীর মত, পাকিস্তানের থেকে ছিনিয়ে আনা দরকার কাশ্মীরের অংশ ।

9 আগস্ট ভারত ছাড়ো দিবস উপলক্ষে সংবর্ধনা দিলেন রাষ্ট্রপতি

By

Published : Aug 15, 2019, 3:14 PM IST

Updated : Aug 15, 2019, 3:34 PM IST

কলকাতা, 15 অগাস্ট : দেখেছেন অনেক । সেই তুলনায় ভুলেছেন খুব কমই । দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে এলেও এখনও চশমা ছাড়াই বই পড়েন । চলাফেরায় সতর্কতা এলেও এখনও যথেষ্ট সচল । এখনও নির্দ্বিধায় বলে চলেন স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের কথা । তবে ক্ষোভ রয়েছে স্বাধীনতা সংগ্রামীদের আচরণ নিয়ে । স্বাধীনতা সংগ্রাম কোনও পেশা নয় । স্বেচ্ছায় দেশের জন্য ত্যাগ করা । কিন্তু স্বাধীনতা সংগ্রামের অর্থ পরিবর্তন হয়ে গেছে বলে অভিযোগ তাঁর । তাঁর মতে এখন স্বাধীনতা সংগ্রামীদের অনেকের প্রধান আকর্ষণ পেনশন । অভিযোগ, এই পেনশনের জন্য অনেকে না কি নকল স্বাধীনতা সংগ্রামী হয়েছেন ।

বরানগর সংলগ্ন ন'পাড়ার মান্না পাড়ায় থাকেন 99 বছরের বৃদ্ধ স্বাধীনতা সংগ্রামী পূর্ণেন্দু প্রসাদ ভট্টাচার্য । এ বছরই তিনি শতবর্ষে পদার্পণ করবেন ।

শুনুন স্বাধীনতা সংগ্রামী পূর্ণেন্দু প্রসাদ ভট্টাচার্যের বক্তব্য


প্রশ্ন:কেমন আছেন?

উত্তর:ভালো আছি । দিল্লি থেকে সবে ফিরলাম । রাজধানী এক্সপ্রেস অনেকটাই দেরিতে এসে পৌঁছলো স্টেশনে ।

প্রশ্ন:দিল্লিতে গিয়েছিলেন কেন?

উত্তর: 9 আগস্ট ভারত ছাড়ো দিবস । সেই উপলক্ষে সংবর্ধনা দিলেন রাষ্ট্রপতি । প্রতিবছর দেন । এ বছরও দিলেন ।


প্রশ্ন: আপনার বয়স কত?

উত্তর:আমার বয়স 99 । দু'মাস বাদে শততম জন্মবর্ষ হবে । 10 অক্টোবর 1920 সালে আমার জন্ম ।

প্রশ্ন: আর্থিক দিক থেকে কেমন আছেন?

উত্তর: আর্থিক দিক থেকে মোটামুটি চলে যাচ্ছে । ভারত সরকার পেনশন দিচ্ছে । পশ্চিমবঙ্গ সরকার ভাতা দিচ্ছে । এই দুটো নিয়ে চলছি । বিলাসিতা কিছু নেই আমার । কখনও বিলাসিতা করিনি । তাই বিলাসিতার জন্য কোনও খরচ হয় না । এই টাকাতেই হয়ে যায় ভালো ভাবে ।


প্রশ্ন:সুস্থ আছেন তো?

উত্তর:আমার তো কোনও অসুখ-বিসুখ নেই । তবে দুর্বল হচ্ছি । লাঠি ছাড়া চলতে পারি না । অসুবিধা হয় হাঁটতে । চোখ দুটো ঝাপসা হচ্ছে । কান দুটি ভোঁতা হচ্ছে । এছাড়া অসুখ-বিসুখ কিছু নেই ।


প্রশ্ন: কেন্দ্র সরকার ও রাজ্য সরকার কত টাকা আপনাকে দেয়?

উত্তর: পঁয়ত্রিশ হাজার টাকার মতো দেয় দুই সরকার মিলে । এর মধ্যে চিকিৎসার খরচ আছে । হেলথ কার্ড রয়েছে আমাদের । হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা হয় আমার ও আমার স্ত্রীর । ওষুধের ব্যবস্থা করেছে সরকার । আর কি খরচ ? আর অভিযোগ থাকলেই বা কার কাছে বলব? স্বাধীনতা সংগ্রামটা কি পেশা? পেশা নয় । পেনশন দিচ্ছে । নিচ্ছি । এটা ইজ্জতের ব্যাপার । এটা কোনও ট্রেড ইউনিয়ন নয় ।


প্রশ্ন:এমন স্বাধীনতা চেয়েছিলেন?

উত্তর: হ্যাঁ, আশা জেগেছে । ভারতবর্ষ আবার মাথা তুলে দাঁড়াচ্ছে । তিন তালাক উঠে গেল । 370 ধারা উঠে গেল । রাম জন্মভূমি নিয়ে উপযুক্ত নির্দেশ দিয়েছে আদালত । পরিবারতন্ত্র চলে যাচ্ছে । ভালোর দিকে এগোচ্ছে দেশ । পরিবারতন্ত্রের অভিশাপ চলে গেছে । নতুন করে যারা পরিবারতন্ত্র করতে চাইছে, তাদের কোনও আশা নেই ।

প্রশ্ন:কাশ্মীর সমস্যার সমাধান হবে?

উত্তর: নিশ্চই সমাধান হবে । তবে আরও নির্ভীক হওয়া উচিত । পাকিস্তানের থেকে ছিনিয়ে আনা দরকার কাশ্মীরের অংশ । 42 বছর যাবত আমি একটি পত্রিকা সম্পাদনা করি । ত্রৈমাসিক পত্রিকা । যদি পাকিস্তান থেকে কাশ্মীরকে ছিনিয়ে আনার জন্য দেশের প্রধানমন্ত্রী আমায় বলেন, দেশ আজ বিপন্ন । তোমরা প্রতি মাসে 1000 টাকা করে দাও । আমি বারো মাসে বারো হাজার টাকা দেব পাকিস্তানের থেকে কাশ্মীরের অংশকে ছিনিয়ে আনার জন্য । এর জন্য যে কোনও কাজ আমরা করতে প্রস্তুত । এর জন্য কোনও শর্ত নেই ।


প্রশ্ন: সুভাষচন্দ্র বসুকে দেখেছেন?

উত্তর: নেতাজির সঙ্গে এক ঘরে বসে, ঘরোয়া মেজাজে মিটিং করেছি । ওনার সঙ্গে বিভিন্ন মিটিংয়ে থাকতাম । আমি নিরামিষ স্বদেশি করতাম না । অনেক স্বাধীনতা সংগ্রামীর আচার ব্যবহার দেখলে আমার ঘেন্না হয় । এরা ভাবে যেন স্বাধীনতা সংগ্রাম চাকরি ছিল । পেশা । পেনশন বাড়ানো উচিত । দ্বিগুণ করা উচিত । এসব অন্যায় আবদার তারা করে । আবার এমনও আবদার করে, ছেলে ও নাতি পেনশন পাবে । অর্থাৎ তিন পুরুষ ধরে স্বাধীনতা সংগ্রামের জন্য পেনশন পাবে । বিধবা স্ত্রী পায় পেনশন । মেয়ে থাকলে, অবিবাহিত মেয়েও পেনশন পায় । আমরা কি শিডিউল কাস্ট? যে বংশানুক্রমে পেনশন পেতে হবে? স্বাধীনতা সংগ্রামী সংরক্ষিত নাকি? বংশানুক্রমে টাকা পাবে? ঘেন্না হয় । পরিচয় দিতে স্বাধীনতা সংগ্রামী হিসেবে ঘেন্না হয় ।

9 আগস্ট ভারত ছাড়ো দিবস উপলক্ষে সংবর্ধনা দিলেন রাষ্ট্রপতি

প্রশ্ন: স্বাধীনতা সংগ্রামের কোনও ঘটনা মনে আছে?

উত্তর: স্বাধীনতা সংগ্রামের অনেক ঘটনা মনে আছে । 1930 সালে যখন আমার দশ বছর বয়স, বিপ্লবী দলে নাম লেখাই । বোমার খোল, বোমার মালমশলা, বই, পিস্তল, সব এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার কাজ করতাম আমি । সেই কাজেই আমাকে নিয়োগ করা হয়েছিল । জান দিতে হবে জানতাম স্বাধীনতার জন্য । এটাকে তাই পেশা মনে করি না । কোনও প্রমাণ নেই এমন লোকও এখন স্বাধীনতা সংগ্রামী বলে নিজেকে পরিচয় দেয় । আমরা দাগি আসামি ছিলাম ইংরেজদের খাতায় । আমি তাম্রপত্র প্রাপ্ত স্বাধীনতা সংগ্রামী । এখন তো সার্টিফাইড স্বাধীনতা সংগ্রামী আছেন । যাঁরা সার্টিফিকেট দিয়েছেন তাঁরাও পেনশনের তিন ভাগের এক ভাগ টাকা নেন । বিজ়নেস করছেন মূলত স্বাধীনতা সংগ্রামীদের নাম করে । কেউ কেউ পেট্রল পাম্প নিয়েছেন । একটা, দুটো, তিনটে পেট্রল পাম্প । স্বাধীনতা সংগ্রামী অল্প বয়সেই হয়ে গেছেন কেউ কেউ । বয়স বাড়িয়ে বলছে 92 বছর-94 বছর । দুর্নীতি আছে আমাদের মধ্যেও । তাই খুব খারাপ লাগে ।

Last Updated : Aug 15, 2019, 3:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details