কলকাতা, 9 মার্চ : স্ত্রী-পুত্র গত হওয়ার পর ভীষণ একা হয়ে পড়েছিলেন বৃদ্ধ ৷ তাই দুই বিবাহিত মেয়েকে বাড়িতে এনে রেখেছিলেন ৷ সেই সিদ্ধান্ত যে খাল কেটে কুমির ডেকে আনার মতো হবে, তা ঘূণাক্ষরেও বুঝতে পারেননি পূর্ব মেদিনীপুরের বাসিন্দা তিনকড়ি মিত্র ৷ বাড়ি থেকে বের করে দিয়েছে সন্তানরা ৷ মাথার ঠাঁই ফিরে পেতে এখন অশীতিপর বৃদ্ধ আদালতের দ্বারস্থ ৷ বৃদ্ধ বাবার প্রতি দুই কন্যা সন্তানের এহেন আচরণে রীতিমতো বিস্মিত ও ক্ষুব্ধ হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা ৷ বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, "যিনি সন্তানদের বড় করলেন তাঁকেই খেতে-পরতে দিতে অস্বীকার করছে !"
আদালত সূত্রে খবর, ঘটনাটি পূর্ব মেদিনীপুরের তমলুকের ৷ তিনকড়ি মিত্র নামে 85 বছরের এই বৃদ্ধ আদালতের দ্বারস্থ হয়েছেন এই মর্মে যে, তাঁকে সন্তানরা নিজের বাড়িতেই থাকতে দিচ্ছে না ৷ খেতে, পরতে দেয় না ৷ বর্তমানে তিনি আশ্রয় নিয়েছেন এক বন্ধুর বাড়িতে ৷ স্ত্রী ও পুত্র মারা যাওয়ার পর একলা তিনকড়ি বাবু দুই কন্যা শিপ্রা সাউ ও শম্পা দত্ত-কে একদিন বাড়িতে এনে তুলেছিলেন ৷ বাড়িটি দুই মেয়ের নামে লিখেও দেন ৷ তারপরই আসল খেলা শুরু হয় ৷ বৃদ্ধের উপর শুরু হয় অত্যাচার ৷ মেয়েরা বলে দেয়, তাঁকে এই বয়সে আর খেতে-পরতে দিতে পারবে না ৷ এমনকি বাড়ি থেকেও বের করে দেওয়া হয় ৷ অগত্যা বাধ্য হয়ে হাইকোর্টের দ্বারস্থ হন বৃদ্ধ (85 year old man get back his house on direction of calcutta high court) ৷