কলকাতা, 6 মার্চ: মাদকবিরোধী অভিযানে ফের সাফল্য পেল কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স । গোপন সূত্রে খবর পেয়ে বিহার থেকে কলকাতায় 50 লাখ টাকার চরস আনার চেষ্টা রুখে দিল গোয়েন্দারা । গ্রেপ্তার করা হয়েছে পাচারকারীকে। খোঁজ চলছে পাচার চক্রের সঙ্গে জড়িতদের ।
হাওড়া স্টেশনে সন্দেহভাজন ব্যক্তির তল্লাশি, উদ্ধার 8 কেজি মাদক - howrah station
খবর ছিল আগে থেকেই ৷ সেইমতো ওত পেতে ছিলেন গোয়েন্দারা ৷ ট্রেন হাওড়া স্টেশনে পৌঁছানোর পর শুরু হয় তল্লাশি অভিযান ৷ আর তাতেই উদ্ধার হয় প্রায় 50 লাখ টাকার চরস ৷
বিশেষ সূত্র মারফত খবর ছিল গোয়েন্দাদের কাছে । কলকাতায় ঢুকবে প্রচুর পরিমাণে চরস । খবর আসে ট্রেনে করে কলকাতায় আনা হচ্ছে ওই চরস। সেইমতো হাওড়া স্টেশনে ওত পেতে ছিল গোয়েন্দারা । সঙ্গে ছিল হাওড়া GRP এবং গোলাবাড়ি থানার পুলিশ । ট্রেন হাওড়া স্টেশনে ঢোকার পরেই শুরু হয় তল্লাশি অভিযান । আটক করা হয় সন্দেহভাজন ওই ব্যক্তিকে । নাম মৃত্যুঞ্জয় কুমার । তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 8 কেজি চরস । গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে ।
পুলিশের দাবি, জেরায় মৃত্যুঞ্জয় জানিয়েছে সে শুধুই ক্যারিয়ারের কাজ করে । এর পেছনে রয়েছে আরও অনেক বড় চক্র । তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে ওই চক্রের সঙ্গে কলকাতার কারা জড়িত । পাশাপাশি খোঁজ চলছে বিহারের মূল পাচারকারীদের ।