পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

75 Years of Independence স্বাধীনতার 75 বছরে অজানা ভারতের খোঁজে কালিম্পংয়ের ত্রিবেণী

ভারতবাসী হয়েও, এমন অনেক জায়গা আছে যার খোঁজ স্বাধীনতার 75 বছর পরেও অনেকেই জানেন না (75 Years of Independence Kalimpong Triveni The Unknown India) ৷ তেমন একটি পশ্চিমবঙ্গের কালিম্পংয়ের ত্রিবেণী ৷ যার খোঁজ খুব কম বাঙালি জানেন ৷ যেখানে পাহাড়ের কোলে তিস্তা ও রঙ্গিন নদীর মোহনার মিলনস্থলের সৌন্দর্য ভারতবাসী তো দূর অধিকাংশ বাঙালিও চাক্ষুস করেনি ৷

75 Years of Independence Kalimpong Triveni The Unknown India
75 Years of Independence Kalimpong Triveni The Unknown India

By

Published : Aug 12, 2022, 8:59 PM IST

Updated : Aug 12, 2022, 9:50 PM IST

কালিম্পং, 12 অগস্ট: স্বাধীনতার 75 বছর পূরণ হচ্ছে (75 Years of Independence) ৷ এই 75 বছরে ভারতের নামী-অনামী অনেক জায়গা আছে, যেখানকার সৌন্দর্য হোক বা ভয়াবহতা ভারতীয়রা তো বটেই, বিদেশি পর্যটকরাও উপভোগ করেছেন ৷ কিন্তু, ভারতবর্ষের এমন কিছু জায়গা আছে, যা ভারতীয়রাও খুব একটা জানেন না ৷ যাঁদের ট্রেকিংয়ের নেশা রয়েছে তাঁদের বাদ দিয়ে ৷ তেমনি একটি জায়গা হল, পশ্চিমবঙ্গের কালিম্পংয়ের তরাই-ডুয়ার্সের ‘ত্রিবেণী’ (Kalimpong Triveni The Unknown India) ৷ যেখানে তিস্তা ও রঙ্গিত নদী মোহনায় মিলিত হয়েছে ৷ পাহাড়ের কোল খরস্রোতা তিস্তা ও রঙ্গিত নদীর মিলনস্থল ওই মোহনাই তরাই-ডুয়ার্সের ‘ত্রিবেণী’৷

আর এই ‘ত্রিবেণী’র পাড়ে তাঁবু খাটিয়ে প্রকৃতির কোল মাঝে মধ্যেই অবসর সময় কাটাতে চলে আসেন অনেকেই ৷ তবে, সেই অনেকের সংখ্যাটা সমগ্র ভারতের জনসংখ্যার তুলনায় খুবই সামান্য ৷ মূলত, ট্রেকিংয়ের নেশা আছে এমন লোকনজনই ‘ত্রিবেণী’র শোভা উপভোগ করতে মাঝে মধ্যে চলে আসেন ৷ কিন্তু, অধিকাংশ বাঙালি তথা ভারতীয় প্রকৃতির এই মনোরম শোভা উপভোগ করা থেকে বঞ্চিত থেকে গিয়েছেন ৷ ‘স্বাধীনতার অমৃত মহোৎসবে’ তাই তরাই-ডুয়ার্সের ‘ত্রিবেণী’ রূপের বর্ণনা পাঠকদের সামনে তুলে ধরলাম আমরা ৷

আরও পড়ুন:নোবেলের মঞ্চে ভারতের সোনার সন্তানেরা

এই ‘ত্রিবেণী’ যেতে শিলিগুড়ির এনজেপি স্টেশনে নেমে সেখান থেকে গাড়িতে সরাসরি পৌঁছে যাওয়া যাবে নদী, পাহাড় ও জঙ্গলে ঘেরা ছোট্ট এই জনপদে ৷ এনজেপি থেকে 60 কিলোমিটার দূরত্বে এই ‘ত্রিবেণী’র অবস্থান ৷ পাহাড়ি রাস্তা পেরিয়ে সেখানে পৌঁছতে প্রায় 2 ঘণ্টা সময় লেগে যাবে ৷ যেখানকার সৌন্দর্য খুব বেশি কেউ চাক্ষুস করার সৌভাগ্য পাননি ৷ বর্তমানে স্থানীয় বাসিন্দারাই তিস্তা ও রঙ্গিত নদীর মোহনার পাড়ে বালির উপর তাঁবু তৈরি করে ভাড়া দেন ৷ যা স্থানীয়দের পর্যটনের থেকে আয়ের মাধ্যম হয়ে গিয়েছে ৷

আরও পড়ুন:ভাইঝির বিয়েতে পাগড়ি, রাখিতে দিদিকে উপহার ফ্যামিলি ম্যান সচিনের

ভারতের 75 বছরের স্বাধীনতার পরেও এমন বেশ কিছু গ্রাম এবং জনপদ রয়েছে, যা অধিকাংশের অগোচরেই থেকে গিয়েছে ৷ তেমনি একটি উত্তরবঙ্গের তরাই-ডুয়ার্সের ‘ত্রিবেণী’ ৷ শুধু উত্তরবঙ্গ নয় ৷ উত্তর ভারতের উত্তরাখণ্ডে কুমায়ুন পর্বতের কোলে অবস্থিত খাতি গ্রাম, তেমনই একটি ৷ যেখানে পাহাড়ের কোল পাথর দিয়ে তৈরি বাড়িগুলির সৌন্দর্যই আলাদা ৷ দূর থেকে দেখলে মনে হবে কেউ নানান রঙে রাঙিয়ে দিয়েছে ৷ আদতে সেগুলি বাড়ি ৷ যে বাড়িগুলি তৈরি বড় বড় পাথর দিয়ে ৷ আর তার উপরে নানান রঙের প্রোলেপ ৷ সব মিলিয়ে প্রকৃতির কোল, আরও এক অপরূপ সৌন্দর্য, যা অধিকাংশ ভারতবাসীরই অজানা ৷

Last Updated : Aug 12, 2022, 9:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details