পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

75 শতাংশ পরীক্ষার্থী JEE-মেইন দিতে পারেননি, বললেন মমতা - মমতা বন্দ্যোপাধ্যায়

কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, "অনেকেই জয়েন্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন । কিন্তু কেন্দ্রীয় সরকার তা গ্রাহ্য করেনি । কোরোনা পরিস্থিতিতে যাঁরা পরীক্ষা দিতে পারলেন না তাঁদের দায়িত্ব কে নেবে ?"

mamata said 75 percent students could not appear in jee main
75 শতাংশ পরীক্ষার্থী জয়েন্ট দিতে পারেননি বলে জানিয়েছেন মমতা

By

Published : Sep 3, 2020, 8:44 AM IST

Updated : Sep 3, 2020, 10:41 AM IST

কলকাতা, 3 সেপ্টেম্বর : রাজ্যের 75 শতাংশ পরীক্ষার্থী জয়েন্ট এন্ট্রান্স মেইন-2020-তে বসতে পারেননি । জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি আরও বলেন, কোরোনা পরিস্থিতির জেরে অন্যান্য রাজ্যে প্রায় অর্ধেক পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রেই পৌঁছাতে পারেননি ।

মুখ্যমন্ত্রী জানান, "রাজ্যে 4 হাজার 652 জন জয়েন্ট পরীক্ষার্থী ছিলেন । তাঁদের মধ্যে মাত্র 1 হাজার 167 জন প্রথম দিনের পরীক্ষা দিয়েছেন । বাকি পড়ুয়ারা কোরোনা পরিস্থিতির জন্য সমস্যার মধ্যে পড়েছেন । অর্থাৎ মাত্র 25 শতাংশ পরীক্ষার্থী জয়েন্ট দিতে পেরেছেন ।"

কোরোনা পরিস্থিতিতে JEE মেইনস পরীক্ষা যাতে না হয় তার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানানোর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানান তিনি । এই নিয়ে গত সপ্তাহে প্রধানমন্ত্রীকে দু'টি চিঠিও লেখেন তিনি । কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে তিনি বলেন, "অনেকেই জয়েন্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন । কিন্তু কেন্দ্রীয় সরকার তা গ্রাহ্য করেনি । কোরোনা পরিস্থিতিতে যাঁরা পরীক্ষা দিতে পারলেন না তাঁদের দায়িত্ব কে নেবে ? পরীক্ষা কয়েকদিন পিছিয়ে দিলে কী হত? কেন্দ্রীয় সরকার কেন এত একরোখা? পড়ুয়াদের ভবিষ্যৎ নষ্ট করার অধিকার কে দিয়েছে ?" তাঁর দাবি, কেউ পরীক্ষা বাতিলের কথা বলেনি । স্বাস্থ্যের কথা মাথায় রেখে তারা চেয়েছিল, পরীক্ষা কিছুদিন পিছিয়ে দেওয়া হোক ।

জয়েন্ট দিতে আসা বিভিন্ন জেলার পড়ুয়াদের অভিভাবকরা বলেন, অনেক টাকা খরচ করে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হয়েছে তাঁদের । মালদার এক পরীক্ষার্থী 25 হাজার টাকা খরচ করে প্রাইভেট গাড়িতে কলকাতায় পৌঁছান । আর এক পরীক্ষার্থী বেসরকারি লাগজ়ারি বাসে একবারের জন্য 800 টাকা ভাড়া দেন । তবে এটা একদিনের জন্য নয় । অনেকেই NEET-এর জন্য 13 সেপ্টেম্বর ফের কলকাতায় আসবেন । তখন একইভাবে টাকা খরচ করতে হবে । মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানিয়ে সাতটি অ-BJP রাজ্য এই বিষয়ে একযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় । অন্যদিকে বিভিন্ন রাজ্যের 11 জন পরীক্ষার্থী এই বিষয়ে সুপ্রিম কোর্টে যান । তবে JEE-মেইন ও NEET বাতিলের আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট জানায়, পড়ুয়াদের একটি গুরুত্বপূর্ণ বছর নষ্ট হতে পারে না ।

Last Updated : Sep 3, 2020, 10:41 AM IST

ABOUT THE AUTHOR

...view details