পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আদিগঙ্গায় নেমে বিক্ষোভের ঘটনায় গ্রেপ্তার 7 - আদিগঙ্গায় নেমে বিক্ষোভ দেখানোয় গ্রেপ্তার 7 জন

আজ সকালে মুখ্যমন্ত্রীর বাড়ির পিছনে আদিগঙ্গায় নেমে পড়েন শিক্ষামিত্র এবং অনুমোদনহীন মাদ্রাসার কয়েকজন শিক্ষক। পুলিশের কথায় তাঁরা জল থেকে উঠে আসেন ৷ এভাবে আচমকা বিক্ষোভ দেখানোয় মোট সাতজনকে পুলিশ গ্রেপ্তার করল ৷ তাঁদের বিরুদ্ধে একটি মামলাও রুজু করা হয়েছে ৷

cm house
আদিগঙ্গায় নেমে বিক্ষোভ দেখানোয় গ্রেপ্তার 7 জন

By

Published : Feb 16, 2021, 10:38 PM IST

কলকাতা, 16 ফেব্রুয়ারি : আদিগঙ্গায় নেমে বিক্ষোভ দেখানোর ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। এই ঘটনায় আলিপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। একথা জানিয়েছেন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা।

এদিন সকাল 11টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পিছনে আদি গঙ্গায় নেমে পড়েন শিক্ষামিত্র ও অনুমোদনহীন মাদ্রাসা শিক্ষকদের পাঁচজন প্রতিনিধি । তাঁদের মধ্যে একজন মহিলাও ছিলেন । একবুক জলে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকেন তাঁরা। আজকের এই বিক্ষোভ কর্মসূচি যে আগে থাকতে প্ল্যান করেই করা হয়েছে তা তাঁদের প্রস্তুতি দেখেই বোঝা যায় ৷ এই ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে ৷ বিক্ষোভকারীরা প্লাস্টিকে মোড়া প্ল্যাকার্ড সঙ্গে নিয়ে এসেছিলেন ৷ জলে যাতে প্ল্যাকার্ডগুলি ভিজে না যায় সেজন্য। দড়ির সাহায্যে আদি গঙ্গা থেকে উঠে আসেন তাঁরা । এদিন প্রায় 20-25 মিনিট জলে নেমে বিক্ষোভ দেখান তাঁরা ।

ঘটনাস্থানে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের জল থেকে উঠে আসার জন্য আবেদন নিবেদন করে ৷ কিন্তু পুলিশের কথায় তাঁরা প্রথমে জল থেকে উঠে আসতে চাননি ৷ পুলিশের কাছে তাঁদের দাবি ছিল, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করাতে হবে । পুলিশের একজন আধিকারিক জলে নেমে পড়েন। শেষ পর্যন্ত পুলিশের কথায় বিক্ষোভকারীরা জল থেকে উঠে আসেন ৷ দড়ির সাহায্যে আদি গঙ্গা থেকে উঠে আসেন তাঁরা । জল থেকে উঠে আসার পরেই তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু হয় ৷ শেষ পর্যন্ত এভাবে বিক্ষোভ দেখানোয় মোট সাতজনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ।

কোন দাবিতে এই অভিনব পদ্ধতিতে বিক্ষোভ ? জানা গিয়েছে, রাজ্যের অনুমোদনহীন মাদ্রাসাগুলিকে কেন সরকারি অনুমোদন দেওয়া হচ্ছে না, সেই প্রশ্ন তোলা হয়েছিল অনুমোদনহীন মাদ্রাসার শিক্ষকদের তরফে । পাশাপাশি, মাদ্রাসাগুলিকে অনুমোদন দেওয়ার দাবিও তুলেছিলেন । অন্যদিকে, শিক্ষামিত্রদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁদের বকেয়া বেতন দেয়নি সরকার । বাড়ায়নি ভাতা ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details