কলকাতা, 22 জুলাই: রাজ্যে বেড়েই চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা। রাজ্যে সবথেকে বেশি মানুষ আক্রান্ত কলকাতায়। এই পরিস্থিতিতেও শিক্ষা হয়নি একশ্রেনীর মানুষের। তারা মাস্ক না পড়েই বেরিয়ে পড়েছেন রাস্তায়। কলকাতায় এই দৃশ্য দেখা যাচ্ছে এখনও। সরকারি নির্দেশের পর কলকাতা পুলিশ কিছুটা নরম মনোভাব নিয়ে ছিল। যারা মাস্ক না পড়ে রাস্তায় বের হচ্ছিল তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছিল বাড়িতে। কিন্তু আর কাউকে রেয়াত করা হচ্ছে না। গত 24 ঘন্টায় মাস্ক না পড়ার জন্য গ্রেপ্তার করা হয়েছে 381 জনকে।
লকডাউনের নিয়ম ভেঙে আজ কলকাতায় গ্রেপ্তার 655 - লকডাউনের নিয়ম ভাঙায় গ্রেপ্তার
মাস্ক না পড়া ও লকডাউনের নিয়ম ভাঙার জন্য গত 24 ঘণ্টায় কলকাতা পুলিশ মোট 655 জনকে গ্রেপ্তার করেছে ৷ এর মধ্যে বিনা মাস্কে ঘর থেকে বের হওয়ার জন্য 381 জনকে, লকডাউন না মেনে বের হওয়ার জন্য 254 জনকে ও প্রকাশ্যে রাস্তায় থুথু ফেলার জন্য 20 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷
গত এপ্রিল মাসে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। কিন্তু সাধারণ মানুষ বিপদ আছে জেনেও মাস্ক ব্যবহার করছে না। যার পরিণতি ভয়ঙ্কর হতে পারে। কলকাতা পুলিশ দীর্ঘদিন ধরেই চেষ্টা চালাচ্ছে শহরবাসীকে সচেতন করতে। পুলিশের পক্ষ থেকে বিলি করা হয়েছে প্রচুর মাস্ক। কিন্তু তারপরেও হেলদোল নেই শহরবাসীর একাংশের। কিন্তু নাছোড়বান্দা লালবাজার। আর সেই কারণে “মাস্ক আপ কলকাতা" নাম দিয়ে গতকাল থেকে শুরু হয়েছে ব্যাপক প্রচার অভিযান। শহর জুড়ে এই বিষয়ে প্রচার চালাচ্ছে দুটি ট্যাবলো। পাশাপাশি শহরের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ মোড়ে লাগানো হয়েছে বড়োসড়ো হোডিং। বিভিন্ন গাড়িতে কলকাতা পুলিশের পক্ষ থেকে লাগানো হচ্ছে স্টিকার। স্টিকারে লেখা থাকছে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক ৷ একইসঙ্গে পুলিশের পক্ষ থেকে তৈরি করা হয়েছে কলকাতা পুলিশের লোগো লাগানো নতুন এক মাস্ক। সেটিরও উদ্বোধন হয় গতকাল। সেই মাস্ক বিলি করছে পুলিশ। এ প্রসঙ্গে কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা বলেন, “ আগামী কয়েকদিন শহরের বিভিন্ন জায়গায় ঘুরে মানুষকে সচেতন করবে ট্যাবলো। পাশাপাশি বিভিন্ন থানা এবং ট্রাফিক গার্ডের তরফ থেকেও চালানো হবে জোরদার প্রচার। মাস্ক নিয়ে মানুষকে সচেতন করা অত্যন্ত জরুরি। একদিকে মাস্ক না পড়লে চালানো হবে ধরপাকড়। অন্যদিকে জোরদার চালানো হবে সচেতনতা প্রচার।"
নগরপালের ঘোষণার পর থেকেই সক্রিয় হয়ে যায় কলকাতা পুলিশ। লকডাউন না মানার জেরে 24 ঘন্টায় গ্রেপ্তার করা হয়েছে 254 জনকে। মাস্ক না পড়ার জন্য গ্রেপ্তার করা হয়েছে 381 জনকে। রাস্তায় প্রকাশ্যে থুতু ফেলার জন্য গ্রেপ্তার করা হয়েছে 20 জনকে। কলকাতায় মোট গাড়ি সিজ করা হয়েছে 16 টি। আগামী দিনে লকডাউন নিশ্চিত করতে আরও কড়া ভাবে নজরদারি চালানো হবে বলে জানিয়ে দিয়েছে লালবাজার।