কলকাতা, 13 মে: শুধু কলকাতা শহরেই এগারোশো ছাড়িয়েছে কোরোনা আক্রান্তের সংখ্যা। এরপরও একশ্রেণির মানুষ অপ্রয়োজনে বেরিয়ে পড়ছেন রাস্তায়। মানছেন না সরকারি নির্দেশিকা। অন্যদিকে কঠোর মনোভাব দেখাচ্ছে পুলিশও।ফলে আজ কলকাতায় লকডাউন বিধি ভঙ্গে গ্রেপ্তার করা হল 646 জনকে।
রাজ্য প্রশাসনের দেওয়া তথ্য বলছে, বুধবার কলকাতায় মোট রোগীর সংখ্যা 1126 জন। শহরে কোরোনার কারণে মৃত্যু হয়েছে 88 জনের। অন্যদিকে কোরোনার লক্ষণ নিয়ে মৃত্যু হয়েছে 52 জনের। এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা 645 জন।সুস্থ হয়েছেন 341 জন মানুষ। সব মিলিয়ে রাজ্যের অন্য সব জেলা থেকে অনেক বেশি আক্রান্ত হচ্ছেন কলকাতার মানুষ। কলকাতা পুলিশের 15 জন কর্মী কোরোনা আক্রান্ত হয়েছেন। কোয়ারানটিনে রয়েছেন বেশ কিছু পুলিশকর্মী। যদিও কোরোনার বিরুদ্ধে লড়াই সামনে থেকে লড়ছেন পুলিশ কর্মীরাই। এইসঙ্গে তাঁরা নানাভাবে সতর্ক করছেন শহরের নাগরিকদের। বিভিন্ন এলাকায় মাইকিং করে চলছে সচেতনতা প্রচার। বলা হচ্ছে, বাড়িতে থাকুন। সেটাই সংক্রমণ এড়ানোর একমাত্র পথ। কিন্তু, তারপরও কিছু মানুষ কোনও কিছুকেই পরোয়া করছেন না। বেরিয়ে পড়েছেন পথে।