পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

লকডাউন বিধি ভাঙায় কলকাতায় গ্রেপ্তার 646 জন - কলকাতায় গ্রেপ্তার

রাজ্য়ে সবচেয়ে বেশি আক্রান্ত কলকাতায়। এরপরও একশ্রেণির মানুষ মানছেন লকডাউন। আজ লকডাউন বিধি ভাঙায় শহরে গ্রেপ্তার করা হল 646 জনকে।

breaking lockdown in Kolkata
কলকাতা

By

Published : May 13, 2020, 11:53 PM IST

কলকাতা, 13 মে: শুধু কলকাতা শহরেই এগারোশো ছাড়িয়েছে কোরোনা আক্রান্তের সংখ্যা। এরপরও একশ্রেণির মানুষ অপ্রয়োজনে বেরিয়ে পড়ছেন রাস্তায়। মানছেন না সরকারি নির্দেশিকা। অন্যদিকে কঠোর মনোভাব দেখাচ্ছে পুলিশও।ফলে আজ কলকাতায় লকডাউন বিধি ভঙ্গে গ্রেপ্তার করা হল 646 জনকে।

রাজ্য প্রশাসনের দেওয়া তথ্য বলছে, বুধবার কলকাতায় মোট রোগীর সংখ্যা 1126 জন। শহরে কোরোনার কারণে মৃত্যু হয়েছে 88 জনের। অন্যদিকে কোরোনার লক্ষণ নিয়ে মৃত্যু হয়েছে 52 জনের। এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা 645 জন।সুস্থ হয়েছেন 341 জন মানুষ। সব মিলিয়ে রাজ্যের অন্য সব জেলা থেকে অনেক বেশি আক্রান্ত হচ্ছেন কলকাতার মানুষ। কলকাতা পুলিশের 15 জন কর্মী কোরোনা আক্রান্ত হয়েছেন। কোয়ারানটিনে রয়েছেন বেশ কিছু পুলিশকর্মী। যদিও কোরোনার বিরুদ্ধে লড়াই সামনে থেকে লড়ছেন পুলিশ কর্মীরাই। এইসঙ্গে তাঁরা নানাভাবে সতর্ক করছেন শহরের নাগরিকদের। বিভিন্ন এলাকায় মাইকিং করে চলছে সচেতনতা প্রচার। বলা হচ্ছে, বাড়িতে থাকুন। সেটাই সংক্রমণ এড়ানোর একমাত্র পথ। কিন্তু, তারপরও কিছু মানুষ কোনও কিছুকেই পরোয়া করছেন না। বেরিয়ে পড়েছেন পথে।

তবে, লকডাউনের তৃতীয় পর্বে আরও কঠোর মনোভাব দেখাচ্ছে পুলিশ। শহর জুড়ে চলছে নাকা চেকিং। রেয়াত করা হচ্ছে না গাড়ি বা বাইক আরোহীদের। দেখা হচ্ছে, বাস্তবিক কে কতটা প্রয়োজনে রাস্তায় বেরিয়েছেন। পাশাপাশি মাস্ক না পড়লে, রাস্তায় থুতু ফেললে গ্রেপ্তার হতে হচ্ছে। প্রাথমিকভাবে মাস্ক না পরা ব্যক্তিকে বাড়িতে ফেরত পাঠানো হচ্ছিল। কিন্তু টনক নড়েনি একশ্রেণীর মানুষের। সেই কারণেই সরাসরি গ্রেপ্তার করা হচ্ছে। আজ কলকাতায় মাস্ক না পরার জন্যে গ্রেপ্তার করা হয়েছে 117 জনকে। লকডাউন বিধি ভঙ্গের জন্য সব মিলিয়ে গ্রেপ্তার করা হয়েছে 646 জনকে।

বুধবার অকারণে রাস্তায় বেরোনো 51টি গাড়ি বাজেয়াপ্ত করে কলকাতা পুলিশ। পাশাপাশি থুতু ফেলার জন্য গ্রেপ্তার করা হয়েছে 40 জনকে।

ABOUT THE AUTHOR

...view details