বর্ধমান, 8 অগাস্ট : জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যার গ্রাফ উপরের দিকে । পূর্ব বর্ধমান জেলায় ফের 58 জন কোরোনায় আক্রান্ত । 24 ঘন্টায় মৃত্যু হয়েছে দু'জনের ।
বর্ধমানে কোরোনায় আক্রান্ত 58 জন - bardhaman
বর্ধমানে কোরোনা আক্রান্ত 58 জন ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 2 জনের ৷
জেলা প্রশাসন সূত্রে খবর, এই 58 জনের মধ্যে 23 জন বর্ধমান পৌরসভা এলাকার । এছাড়া কাটোয়া পৌরসভা এলাকায় 2 জন, মেমারি পৌরসভা এলাকায় একজন, আউসগ্রাম 2 ব্লকে একজন, বর্ধমান 1 ব্লকে 3 জন, বর্ধমান 2 ব্লকে 1 জন, ভাতার ব্লকে একজন, কালনা 1 ব্লকে দুজন, কালনা 2 ব্লকে 1 জন, কাটোয়া 1 ব্লকে 1 জন, কেতুগ্রাম 1 ব্লকে 4 জন, খণ্ডঘোষ ব্লকে 3 জন, মঙ্গলকোট ব্লকে 3 জন, পূর্বস্থলী 2 ব্লকে 1 জন ,রায়না 1 ব্লকে 1 জন, গলসি 1 ব্লকে 3 জন, মেমারি 1 ব্লকে 3 জন, মেমারি 2 ব্লকে 1 জন করে আক্রান্ত হয়েছেন ।
জেলা প্রশাসনের হিসেব অনুযায়ী জেলায় এখনও পর্যন্ত 1 হাজার 284 জন আক্রান্ত হয়েছেন । এর মধ্যে 339 জনের চিকিৎসা চলছে । 929 জন সুস্থ হয়ে যাওয়ায় তাঁদের ছুটি দেওয়া হয়েছে । সুস্থতার হার 72.35% , মৃত্যুর হার 2.26% । জেলায় 538 জন কোয়ারানটিনে আছেন , হোম কোয়ারানটিনে আছেন 2 হাজার 860 জন ।