পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Apr 23, 2020, 5:18 PM IST

Updated : Apr 23, 2020, 6:51 PM IST

ETV Bharat / city

4 মে লকডাউন উঠলে বড় বিপদ হতে পারে : মুখ্যসচিব

Chief Secretary Rajiva Sinha
মুখ্যসচিব রাজীব সিনহা

17:16 April 23

রাজ্যে অ্যাকটিভ কোরোনা রোগীর সংখ্যা 334, 24 ঘন্টায় আক্রান্ত 58

কলকাতা, ২৩ এপ্রিল : 4 মে লকডাউন উঠলে বড় বিপদের মুখে পড়তে হতে পারে, জানালেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা ৷

আজ নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানান, ‘‘দেশের 70 শতাংশ কোরোনা রোগীই উপসর্গহীন ৷ চিকিৎসকরাও চিন্তিত কীভাবে রোগী শনাক্ত করবেন, তা নিয়ে ৷ এই পরিস্থিতিতে যদি 4 মে লকডাউন তুলে নেওয়া হয়, তাহলে তা বড় চ্যালেঞ্জ হতে দাঁড়াবে ৷’’  

রাজ্যে গত 24 ঘণ্টায় নতুন করে কোরোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন 58 জন ৷ তবে মারা যাননি কেউ, মৃতের সংখ্যা 15তেই আপাতত আটকে ৷ রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা একলাফে অনেকটা বেড়ে যাওয়ায় চিন্তিত স্বাস্থ্য আধিকারিকরা ৷ মুখ্যসচিবের দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে বর্তমানে অ্যাকটিভ কোরোনা রোগীর সংখ্যা 334 , মৃত 15 ৷ সুস্থ হয়ে আজ বাড়ি ফিরেছেন 24 জন ৷  

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা চিন্তিত হলেও রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা কোরোনা চিকিৎসার জন্য সার্বিক পরিকাঠামো রাজ্যে উপস্থিত বলে দাবি করছেন । তিনি আজ বলেন, ‘‘রাজ্যে মোট ৬৬টি COVID-১৯ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৩৪ জন । সুস্থ হয়ে উঠেছেন ১০৪ জন কোরোনা আক্রান্ত । মোট ১২ টি ল্যাবে কোরোনা পরীক্ষা হচ্ছে । গত ২৪ ঘন্টায় 953 জনের পরীক্ষা করা হয়েছে ।’’

স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া পরিসংখ্যানের সঙ্গে বিস্তর ফারাক থাকছে রাজ্যের তরফ থেকে দেওয়া তথ্যের । আক্রান্ত এবং মৃতের সংখ্যা রাজ্য সরকার গোপন করে যাচ্ছে বলে বিরোধীরা বরবারই অভিযোগ তুলেছে । অভিযোগ উঠেছে লকডাউন না মানারও ৷ রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে 20 এপ্রিলই রাজ্যে হাজির হয়েছে দু’টি কেন্দ্রীয় প্রতিনিধি দল ৷  

কলকাতায় উপস্থিত দলটি আজ রাজারহাট কোয়ারান্টাইন সেন্টার থেকে শুরু করে দক্ষিণ কলকাতার এম আর বাঙুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত পরিদর্শন করে যাবতীয় বিষয় খুটিয়ে দেখেন ৷ অন্যদিকে শিলিগুড়িতেও জেলা আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর তারা যান উত্তরবঙ্গ মেডিকেল কলেজের কোরোনা আক্রান্ত দুই নার্স যে আবাসনে থাকতেন, সেই অঞ্চলে ৷  

Last Updated : Apr 23, 2020, 6:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details