কলকাতা, 26 মার্চ : লকডাউনের জেরে পানাগড়ে আটকে থাকা পূর্ব রেলের কর্মীদের বাড়ি ফেরার ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর নির্দেশে 52 জন রেলকর্মীকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করেছে প্রশাসন । আর কয়েকদিন ধরে আটকে থাকার পর আজ বিকেলে বাড়ি ফেরেন তাঁরা।
লকডাউনের জেরে আটকে পড়া রেলকর্মীদের বাড়ি ফেরালেন মুখ্যমন্ত্রী
লকডাউনের জেরে পানাগড় থেকে বাড়ি ফিরতে পারছিলেন না পূর্ব রেলের 52 জন কর্মী । মুখ্যমন্ত্রীর উদ্যোগে আজ বিকেলে বাড়ি ফেরেন তাঁরা ৷
মমতা বন্দ্যোপাধ্যায়
হঠাৎ করে রাজ্যে ও দেশে লকডাউন ঘোষণার জেরে পানাগড় থেকে বাড়ি ফিরতে পারছিলেন না পূর্ব রেলের 52 জন শ্রমিক । ছিল না থাকা-খাওয়ার ব্যবস্থা । একপ্রকার নিরুপায় হয়েই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন তাঁরা । জানতে পেরে তাঁদের উদ্ধার করতে উদ্যোগী হন মুখ্যমন্ত্রী ।
মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে রেল কর্মীদের ফেরানোর জন্য যাবতীয় ব্যবস্থা করে রাজ্য প্রশাসন । শেষমেশ আজ তাঁরা বাড়ি ফিরে যান ৷