পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

"পাঁচ রকেটে থামবে ল্যান্ডার, ভুলের সম্ভাবনা নেই"

এররের কোনও সম্ভবনা নেই । কারণ এখানে কোনও পাইলট নেই যে ল্যান্ডিং করাবে ৷ ফলে এররের সম্ভাবনা নেই ৷ ল্যান্ডিং করাবে নির্দিষ্ট প্রোগ্রামিং । ISRO নিখুঁত প্রোগ্রামিং করে পাঠিয়েছে ল্যান্ডার বিক্রমকে । অটোমেটিকভাবেই প্রোগামগুলি একের পর এক কাজ করবে ৷ তাই হয় ল্যান্ডিং 100 শতাংশ সফল হবে নয় তো 100 শতাংশ ব্যর্থ হবে । জানালেন বাঙালি জ্যোতির্পদার্থবিদ সন্দীপ চক্রবর্তী ৷

সন্দীপ চক্রবর্তী

By

Published : Sep 7, 2019, 12:04 AM IST

কলকাতা, 7 সেপ্টেম্বর : অপেক্ষার আর কয়েক ঘণ্টা ৷ তারপরই চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে ল্যান্ডার বিক্রম ৷ কিন্তু আশঙ্কা এই ল্যান্ডিং নিয়েই ৷ কারণ 35 কিলোমিটার উচ্চতা থেকে চাঁদের মাটিতে ল্যান্ড করবে ল্যান্ডার বিক্রম ৷ গতিবেগ ঘণ্টায় 21 হাজার কিলোমিটার থেকে 0-তে পৌঁছাতে লাগবে 15 মিনিট ৷ কিন্তু এই 15 মিনিটই সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷ কারণটা খুবই পরিষ্কার । পরিসংখ্যান বলছে, 1959 থেকে আজ পর্যন্ত যত চন্দ্র অভিযান হয়েছে তারমধ্যে এক তৃতীয়াংশ মাত্র সফল হয়েছে । সাফল্যের হার 37 শতাংশ । বেশিরভাগ ক্ষেত্রেই দুর্ঘটনা ঘটে ল্যান্ডিংয়ের সময় । এ বছর 11 এপ্রিল ইজ়রায়েলের পাঠানো চন্দ্রযান-এর ল্যান্ডারটি ভেঙে পড়েছিল মাত্র দেড়শ মিটার উঁচুতে । মুহূর্তে শেষ হয়ে গেছিল দীর্ঘদিনের পরিশ্রম আর স্বপ্ন । ল্যান্ডার বিক্রম সফল হবে তো?

ল্যান্ডিং 100 শতাংশ সফল হবে হলে জানাচ্ছেন বিশিষ্ট বাঙালি জ্যোতির্পদার্থবিদ সন্দীপ চক্রবর্তী ৷ উড়োজাহাজের উদাহরণ টেনে তিনি বলেন, "এররের কোনও সম্ভবানা নেই । কারণ এখানে কোনও পাইলট নেই যে ল্যান্ডিং করাবে ৷ ফলে এররের সম্ভাবনা নেই ৷ ল্যান্ডিং করাবে নির্দিষ্ট প্রোগ্রামিং । ISRO নিখুঁত প্রোগ্রামিং করে পাঠিয়েছে ল্যান্ডার বিক্রমকে । অটোমেটিকভাবেই প্রোগামগুলি একের পর এক কাজ করবে ৷ তাই হয় ল্যান্ডিং 100 শতাংশ সফল হবে নয় তো 100 শতাংশ ব্যর্থ হবে ।"

কিন্তু গতিবেগ 21 হাজার কিলোমিটার প্রতি ঘণ্টা থেকে 0 করিয়ে মাত্র 15 মিনিটে কীভাবে ল্যান্ড করবে বিক্রম?

সন্দীপবাবু বলেন, "সাধারণভাবে উড়োজাহাজের ক্ষেত্রে 10 কিংবা 12 কিলোমিটার ওপর থেকে ধীরে ধীরে ল্যান্ডিং করানো হয় । পাইলটরা অত্যন্ত মনোযোগ দিয়ে এই ল্যান্ড করান । কিন্তু এক্ষেত্রে কোনও পাইলট নেই । বিপুল গতিবেগ মাত্র 15 মিনিটে শূন্যতে নামাতে ISRO এক্ষেত্রে ব্যবহার করছে পাঁচটি রকেট । এই রকেটগুলি ব্রেকের কাজ করবে ৷ ধীরে ধীরে গতিবেগ কমিয়ে চাঁদের মাটিতে ল্যান্ড করতে সাহায্য করবে এই পাঁচটি রকেট ৷ রকেটগুলি উলটোদিক থেকে একে একে বিক্রমের গা থেকে বেরিয়ে যাবে । আর সেটাই কমাবে ল্যান্ডারের গতি । ছ'টা ধাপে কমবে এই গতি । প্রথমে 10 মিনিটে এটা 7.4 কিলোমিটার নেমে আসবে ৷ তার পর 5 কিলোমিটার ৷ তারপর 400 মিটার, 100 মিটার, 10 মিটার, তারপর ল্যান্ড করবে ৷ এইভাবে রকেট উলটো দিকে গিয়ে 15 মিনিটের মধ্যে ল্যান্ডারের গতিবেগ ঘণ্টায় 21 হাজার কিলোমিটার থেকে 0 কিলোমিটারে নামিয়ে আনবে ৷"

ল্যান্ডার বিক্রম অক্ষতভাবে চাঁদের মাটি ছুঁলে বিজ্ঞানীদের আশা আগামীকাল সকাল ছ'টা নাগাদ ল্যান্ডার থেকে বেরিয়ে আসবে রোভার প্রজ্ঞান । ছ'চাকার এই যান অনুসন্ধান চালাবে চাঁদের মাটিতে । বিজ্ঞানীদের আশা, পাওয়া যেতে পারে প্রচুর খনিজ । পাওয়া যেতে পারে হিলিয়াম 3 । তাই এখন শুধু প্রতীক্ষা ল্যান্ডারের ল্যান্ডিং-এর ৷

ABOUT THE AUTHOR

...view details