পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

480 কেজি গান পাউডার উদ্ধার মহেশতলায়, গ্রেফতার 1

480 কেজি গান পাউডার এবং বিস্ফোরক তৈরির নানা উপকরণ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল মহেশতলা থানার পুলিশ ৷ জানা গিয়েছে, মহেশতলার বড়কনতলার তরুণ দাসকে গ্রেফতার করেছে পুলিশ ৷ অভিযুক্ত নিজের বাড়িতেই ওই বারুদ মজুদ করেছিল ৷

480-kg-gun-powder-recover-from-a-house-in-maheshtala-south-24-pargana
480 কেজি গান পাউডার উদ্ধার মহেশতলায়, গ্রেফতার 1

By

Published : Mar 24, 2021, 9:28 PM IST

কলকাতা, 24 মার্চ: ভোটের আগে বারুদের স্তুপে পরিণত হল দক্ষিণ 24 পরগনার মহেশতলা ৷ মহেশতলা পৌরসভার 30নং নাম্বার ওয়ার্ডের বড়কনতলায় একটি বাড়ি থেকে 480 কেজি গান পাউডার সহ বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির নানান রাসায়নির পাউডার বাজেয়াপ্ত করল পুলিশ ৷ মঙ্গলবার গভীর রাতে মহেশতলার বড়কনতলার তরুণ দাস নামে এক ব্যক্তির বাড়ি থেকে এই বিস্ফোরকগুলি উদ্ধার হয়েছে ৷ অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে ৷

মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ডিএসপি ইন্ডাস্ট্রিয়াল মিতুন দে এবং মহেশতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভেন্দু সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তরুণ দাসের বাড়িতে হানা দেয় ৷ চারদিক থেকে গোটা বাড়ি ঘিরে ফেলে তল্লাশি শুরু করে পুলিশ ৷ তল্লাশিতে 480 কেজি গানপাউডার বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ সেই সঙ্গে সাদা নাইট্রেট পাউডার 900 কেজি, 1250 কেজি সোডা এবং 10 কেজি বেড়িয়াম কার্বনেট বাজেয়াপ্ত করা হয়েছে ৷

480 কেজি গান পাউডার উদ্ধার মহেশতলায়, গ্রেফতার 1

আরও পড়ুন : নিমতিতা স্টেশন থেকে 3 কিমি দূরে উদ্ধার বস্তা-ভরতি বারুদ

অভিযুক্ত তরুণ দাসকে পুলিশ গ্রেফতার করেছে ৷ তার বিরুদ্ধে অস্ত্র আইন এবং ইএস আইনে মামলা দায়ের করা হয়েছে ৷ কী উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ বারুদ সে জমা করেছিল? তা জানতে পুলিশ তরুণ দাসকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ৷ পুলিশ জানিয়েছে, ভোটের মধ্যে এই বিস্ফোরক উদ্ধার আইনশৃঙ্খলার ক্ষেত্রে বড় চিন্তার বিষয় ৷ এই বারুদ দিয়ে যে কোনও ধরণের বিস্ফোরক বানানো যেতে পারে ৷ এই ঘটনায় অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ কোথা থেকে এই বারুদ সে পেয়েছে? কীসের জন্য এই বারুদ সে জমা করেছিল? এই সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ ৷ বিষয়টি নির্বাচন কমিশনকেও জানানো হয়েছে মহেশতলা থানার তরফে ৷

ABOUT THE AUTHOR

...view details