কলকাতা, 10 সেপ্টেম্বর : গত রাজ্য বাজেটে পূর্ত দফতরের রাস্তা তৈরিতে বরাদ্দ হয়েছিল 4,618 কোটি টাকা ৷ যা নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল ৷ যেখানে সেই টাকার পরিমাণ কমে দাঁড়াল 2,750 কোটি টাকা ৷ অর্থাৎ, এই নতুন বরাদ্দ মূল বাজেট বরাদ্দের মাত্র 59.55 শতাংশ ৷ পূর্ত দফতরের খবর অনুযায়ী, বিশেষ নির্দেশ ছাড়া আর কোনও নতুন রাস্তা, ব্রিজ বা উড়ালপুল বানানোর কাজে হাত দেবে না পূর্ত দফতর ৷ বরং যে সমস্ত রাস্তা, ব্রিজ বা উড়ালপুলের অবস্থা শোচনীয় সেগুলি সংস্কারের উপরেই বেশি জোর দেবে রাজ্যের পূর্ত দফতর ৷
পূর্ত দফতরের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং পশ্চিমাঞ্চল রাজ্যের এই তিন অঞ্চলে নয়া বরাদ্দবিধি চালু হবে ৷ কিন্তু, কেন হঠাৎ করে এই বরাদ্দ সংকোচন ? নবান্ন সূত্রে খবর, লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি প্রকল্পে প্রচুর খরচ হতে চলেছে রাজ্য সরকারের ৷ সেই খরচ জোগাতেই অন্যান্য খাতে খরচ কমিয়ে ফলতে চাইছে অর্থ দফতর ৷ আর সেই অর্থ দিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের খরচ জোগানো হবে ৷ যদিও নবান্ন সূত্রে খবর, প্রতি বছর নতুন রাস্তা বা ব্রিজ তৈরি ও সংস্কারের জন্য যা বাজেট বরাদ্দ হয়, তার অনেকটাই খরচ হয় না ৷ তাই এ বছর রাজ্য ঠিক করেছে, আনুমানিক যে টাকা খরচ হবে না, সেই টাকা দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার এবং স্বাস্থ্যসাথীর মতো উন্নয়নমূলক প্রকল্পের খরচে জোগান দেওয়া হবে ৷