পশ্চিমবঙ্গ

west bengal

রাজ্যে বাজ পড়ে মৃত 4

আজ দুপুরে বাজ পড়ে দক্ষিণবঙ্গের তিন জেলায় মৃত্যু হল 4 জনের ।

By

Published : Jun 5, 2019, 9:50 PM IST

Published : Jun 5, 2019, 9:50 PM IST

প্রতীকী ছবি

কলকাতা, 5 জুন: রাজ্যে বাজ পড়ে মৃত্যু হল 4 জনের । আজ দুপুরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র-বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হয় । তার জেরেই দক্ষিণ 24 পরগনার একজন, উত্তর 24 পরগনার দুজন ও পশ্চিম মেদিনীপুরে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে ।

উত্তর 24 পরগনার শাসনের বালিপুর গ্রামে বাজ পড়ে মৃত্যু হয় মা ও মেয়ের । মৃতেরা হল তসিলমা বিবি (52) ও সামসুনারা খাতুন (21) । দুপুরে বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে গিয়েছিল তসলিমা বিবি ও তাঁর মেয়ে । গরু নিয়ে ফেরার সময়ই বাজ পড়ে ঘটনাস্থানেই তাঁদের মৃত্যু হয় ।

দক্ষিণ 24 পরগনার মগরাহাটের নোনাতলাতেও বাজ পড়ে মৃত্যু হয় এক ব্যক্তির । মৃতের নাম ধনঞ্জয় বৈরাগী (40) । দুপুরে পুকুরে মাছ ধরছিলেন ধনঞ্জয় । তখনই বাজ পড়ে জখম হন তিনি । স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

অপরদিকে 100 দিনের কাজ চলাকালীন বাজ পড়ে মৃত্যু হয় এক মহিলার । তাঁর নাম নিদ্রা কবি (55) । পশ্চিম মেদিনীপুরের ঘাটালের পলাশপাইতে এই ঘটনা ঘটে । আহত হন 12 জন । এঁদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক ।

ABOUT THE AUTHOR

...view details