কলকাতা, 8 মার্চ : স্ট্র্যান্ড রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় 7 জনের মৃত্যু হল । মৃত্যুর খবর জানালেন দমকল মন্ত্রী সুজিত বসু । খবর পেয়ে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জানা গিয়েছে যে, মৃতদের মধ্যে দুজন রেলকর্মী, চারজন দমকলকর্মী, একজন হেয়ার স্ট্রিট থানার এএসআই । আরও দু’জন মারা গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানান ৷
সুজিত বসু এদিন বলেন, ‘‘আমি নিজে ঘটনাস্থলে গিয়েছিলাম । চারজন দমকলের কর্মীর দেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হচ্ছে । মূলত দমবন্ধ হয়ে লিফটের বাইরে তাঁরা জ্ঞান হারান ।’’ আগুন নিভে গেলেও মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ায় । ঘটনাস্থলে আছেন কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্র । মুখ্যমন্ত্রী জানান, নিহতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে ৷ এছাড়া একজনকে সরকারি চাকরি দেওয়া হবে ৷