কলকাতা, 21 জানুয়ারি : কলকাতায় এক ধাক্কায় কমল 4 ডিগ্রি তাপমাত্রা । গতকালকের তাপমাত্রা ছিল 19.2 ডিগ্রি সেলসিয়াস । সেখানে আজ কলকাতার তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস । আগামী 24 ঘণ্টায় তাপমাত্রার আরও কিছুটা পতনের সম্ভাবনা রয়েছে । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার ও শনিবার জাঁকিয়ে শীত থাকবে রাজ্যজুড়ে ।
কলকাতায় আজ সকালেও হালকা কুয়াশা ছিল । সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয় । কাটে কুয়াশার রেশও । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ছিল 99 শতাংশ, সর্বনিম্ন 57 শতাংশ । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 24 ও সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে ।