পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Sabarna Roy Choudhury: সাবর্ণ রায় চৌধুরী পরিবারের 36তম প্রজন্মের কলমে 'বনেদি কলকাতার দুর্গোৎসব'এর ইতিহাস - সাবর্ণ রায় চৌধুরী পরিবারের দুর্গাপুজো

সাবর্ণ রায় চৌধুরী পরিবারের (Sabarna Roy Choudhury) 36তম প্রজন্ম শুভদীপ রায় চৌধুরী দুর্গাপুজো (Durga Puja 2022) নিয়ে লেখা বই 'বনেদি কলকাতার দুর্গোৎসব'-এ (Banedi Kolkatar Durgotsav) ধরা দিল শহরের বহু প্রাচীন ও বনেদি বাড়ির পুজোর ইতিহাস ৷

36th generation of the Sabarna Roy Choudhury family writes Banedi Kolkatar Durgotsav
সাবর্ণ রায় চৌধুরী পরিবারের 36তম প্রজন্মের কলমে 'বনেদি কলকাতার দুর্গোৎসব'এর ইতিহাস

By

Published : Sep 18, 2022, 12:44 PM IST

Updated : Sep 18, 2022, 3:33 PM IST

কলকাতা, 18 সেপ্টেম্বর:কলকাতা হাজারো ইতিহাসের উত্থান-পতনের সাক্ষী । রাজনীতির কচকচানিতে যখন বিদ্ধ তিলোত্তমা, ঠিক তখনই কলকাতার ঐতিহ্য জানান দেয় যে, এই শহর প্রায় দু'হাজার বছরেরও বেশি প্রাচীন । এই শহরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে উৎসব, উন্মাদনা, বাঙালিয়ানা । যার মধ্যে অন্যতম দুর্গোৎসব (Durga Puja 2022)। ইতিমধ্যেই এই উৎসব আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে । বলা বাহুল্য, কলকাতার দুর্গাপুজো শব্দটি উচ্চারিত হলেই সবার আগে যাঁদের নাম মনে পড়ে তাঁরা হলেন রায় চৌধুরী পরিবার (Sabarna Roy Choudhury)।

সাবর্ণ রায় চৌধুরীর বাড়ির দুর্গাপুজো বহু প্রাচীন এবং বনেদি (Durga Puja in Kolkata)। এই পরিবারেরই 36তম প্রজন্ম শুভদীপ রায় চৌধুরী দুর্গাপুজো নিয়ে লিখলেন 'বনেদি কলকাতার দুর্গোৎসব' (Banedi Kolkatar Durgotsav) শিরোনামের একটি বই । সেখানে বাংলায় দুর্গাপুজো প্রতিষ্ঠা থেকে শুরু করে বিভিন্ন বনেদি বাড়ির পুজোর ইতিহাস বর্ণনা করেছেন লেখক ।

লেখক থেমে থাকেননি নিজের পরিবারে । তাঁর লেখায় সাবর্ণ রায় চৌধুরীর বাড়ির দুর্গাপুজো থেকে শুরু করে উঠে এসেছে শোভাবাজার রাজবাড়ি, বাগবাজার হালদার বাড়ি, হাটখোলার দত্ত বাড়ি, কলুটোলার মতিলাল শীল বাড়ি, ভবানীপুর মিত্র বাড়ি, সাদার্ন অ্যাভিনিউয়ের ঘোষ রায় বাড়ির ইতিহাস । এ ছাড়াও এখানে বর্ণিত হয়েছে দেবী দুর্গার ধ্যান ও স্তোত্র ।

আরও পড়ুন:অন্য দুর্গা ! ছেলের মঙ্গলে প্রতিমা গড়ছেন নবতিপর কমলা

প্রসঙ্গত, এই মুহূর্তে কলকাতার বুকে রায় চৌধুরীদের আটটি দুর্গাপুজো অনুষ্ঠিত হয় । তার মধ্যে বড়িশার ছয়টি বাড়িতে অর্থাৎ আটচালা বাড়ি, বড় বাড়ি, মেজো বাড়ি, মাঝের বাড়ি, বেনাকী বাড়ি এবং কালীকিঙ্কর বাড়ি । এ ছাড়া বিরাটি রায় চৌধুরী বাড়ি এবং নিমতা পাঠানপুর বাড়িতে দুর্গাপুজো অনুষ্ঠিত হয় ।

সাবর্ণ রায় চৌধুরী পরিবারের 36তম প্রজন্মের কলমে 'বনেদি কলকাতার দুর্গোৎসব'

গোটা পরিবারের 22 হাজার সদস্য মেতে ওঠেন নিজেদের পরিবারের পুজোয়, জানা গেল পরিবারের সদস্যের কথাতেই। সেই সব কথা সহ অন্যান্য বনেদি বাড়ির পুজোর অজানা ইতিহাস উঠে এসেছে শুভদীপ রায় চৌধুরীর এই বইটিতে । প্রকাশনায় নিমতার কলিখাতা প্রকাশনী ।

Last Updated : Sep 18, 2022, 3:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details