কলকাতা, 18 সেপ্টেম্বর:কলকাতা হাজারো ইতিহাসের উত্থান-পতনের সাক্ষী । রাজনীতির কচকচানিতে যখন বিদ্ধ তিলোত্তমা, ঠিক তখনই কলকাতার ঐতিহ্য জানান দেয় যে, এই শহর প্রায় দু'হাজার বছরেরও বেশি প্রাচীন । এই শহরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে উৎসব, উন্মাদনা, বাঙালিয়ানা । যার মধ্যে অন্যতম দুর্গোৎসব (Durga Puja 2022)। ইতিমধ্যেই এই উৎসব আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে । বলা বাহুল্য, কলকাতার দুর্গাপুজো শব্দটি উচ্চারিত হলেই সবার আগে যাঁদের নাম মনে পড়ে তাঁরা হলেন রায় চৌধুরী পরিবার (Sabarna Roy Choudhury)।
সাবর্ণ রায় চৌধুরীর বাড়ির দুর্গাপুজো বহু প্রাচীন এবং বনেদি (Durga Puja in Kolkata)। এই পরিবারেরই 36তম প্রজন্ম শুভদীপ রায় চৌধুরী দুর্গাপুজো নিয়ে লিখলেন 'বনেদি কলকাতার দুর্গোৎসব' (Banedi Kolkatar Durgotsav) শিরোনামের একটি বই । সেখানে বাংলায় দুর্গাপুজো প্রতিষ্ঠা থেকে শুরু করে বিভিন্ন বনেদি বাড়ির পুজোর ইতিহাস বর্ণনা করেছেন লেখক ।
লেখক থেমে থাকেননি নিজের পরিবারে । তাঁর লেখায় সাবর্ণ রায় চৌধুরীর বাড়ির দুর্গাপুজো থেকে শুরু করে উঠে এসেছে শোভাবাজার রাজবাড়ি, বাগবাজার হালদার বাড়ি, হাটখোলার দত্ত বাড়ি, কলুটোলার মতিলাল শীল বাড়ি, ভবানীপুর মিত্র বাড়ি, সাদার্ন অ্যাভিনিউয়ের ঘোষ রায় বাড়ির ইতিহাস । এ ছাড়াও এখানে বর্ণিত হয়েছে দেবী দুর্গার ধ্যান ও স্তোত্র ।