পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

BGBS 2022 : বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে অংশ নিতে আগ্রহী 30টি দেশ - 30 countries show their interest to participate in BGBS 2022

বৃহস্পতিবার বিভিন্ন দেশের দূতাবাসের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী । 2022 বিজিবিএসে আসতে আগ্রহ প্রকাশ করল 30টি দেশ (30 countries show their interest to participate in BGBS 2022)।

BGBS 2022
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে অংশ নিতে আগ্রহী 30টি দেশ

By

Published : Mar 4, 2022, 8:11 AM IST

কলকাতা, 4 মার্চ : ভাইরাসের ধাক্কায় দু'বছর বন্ধ থাকার পর চলতি মাসের শেষেই ফের বসছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর ৷ যার জেরে তুঙ্গে প্রস্তুতি ৷ বিরতির পর 2022 বাণিজ্য সম্মেলন বাংলার জন্য কি নয়া পথের দিশারী হয়ে উঠবে ? সে উত্তর সময় দিলেও 2022 বিজিবিএসে অংশ নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করল 30টি দেশ (30 countries show their interest to participate in BGBS 2022)। বৃহস্পতিবার বিভিন্ন দেশের দূতাবাসের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী । সেখানেই স্পষ্ট হয়েছে বিষয়টি ।

নবান্ন সভাঘরে শিল্পপতিদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পরেই ঠিক হয়েছিল বিভিন্ন দেশের দূতাবাসগুলোর সঙ্গে বৈঠক করবেন মুখ্যসচিব । সেই মত এদিন প্রায় তিন ঘণ্টা ধরে চলা বৈঠকে রাজ্যের তরফে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন সংক্রান্ত যাবতীয় তথ্য সম্ভাব্য অতিথি দেশগুলোর সামনে তুলে ধরা হয় । নবান্ন সূত্রে খবর, এদিনের বৈঠকে 30টি দেশের কনসাল জেনারেলরা রাজ্যে বিনিয়োগে করতে আগ্রহ প্রকাশ করেছেন । এই ইচ্ছাপ্রকাশ রাজ্যের পক্ষে যে যথেষ্ট ইতিবাচক দিক, সেটা বলাই বাহুল্য ।

মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের তৃতীয় ইনিংস শুরু করার সময়ই জানিয়ে দিয়েছিলেন, তাঁর সরকারের প্রধান লক্ষ্য হবে শিল্প এবং কর্মসংস্থান । সেই লক্ষ্যকে সামনে রেখেই তিনি বাণিজ্যনগরী মুম্বইয়ে গিয়ে সেখানকার শিল্পপতিদের সঙ্গে বৈঠক সেরে এসেছিলেন আগেই । শুধু তাই নয়, পরিকাঠামো থেকে শুরু করে সর্বত্রই শিল্পবান্ধব পরিবেশ তৈরি করে তিনি শিল্পপতিদের বার্তা দিয়েছিলেন, 'রাজ্যে বিনিয়োগ করুন'। এখানেই শেষ নয়, শিল্পপতিরা রাজ্যে যাতে সঠিকভাবে বিনিয়োগ করতে পারেন, তাই এক জরুরি পরিষেবা চালু করেছে রাজ্য । অনলাইনে যে কোনও দফতরের অনুমোদন বর্তমানে গৃহীত হয় মাত্র একটা ক্লিকেই ।

আরও পড়ুন :মুম্বইয়ের সম্মেলনে বাংলায় বিনিয়োগের আহ্বান মমতার

পাশাপাশি বিনিয়োগ করতে আসা রাজ্যে লগ্নিকারীদের কোনও রাজনৈতিক চাপের কাছে নতিস্বীকার না করতে হয়, সে বিষয়েও কড়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার । এই অবস্থায় সরকার চাইছে রাজ্যের আরও লক্ষ্মীলাভ হোক । তারই প্রস্তুতি হিসাবে এদিন মুখ্যসচিবের বৈঠক কার্যত বিদেশি বিনিয়োগকারীদের কাছে আবেদন 'এসো আমার ঘরে এসো'।

For All Latest Updates

TAGGED:

BGBS 2022

ABOUT THE AUTHOR

...view details