কলকাতা, 24 মে:কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একমাসও হয়নি তিনি রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় এসেছেন ৷ তার মধ্যেই তৃণমূলের নির্বাচনী ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় মনোযোগী হয়েছেন নেত্রী ৷ তাঁর দেওয়া গুরুত্বপূর্ণ তিনটি প্রতিশ্রুতির বাস্তবায়নে আজ সেগুলি মন্ত্রিসভায় ছাড়পত্র দেওয়া হয়েছে ৷
তৃণমূলের নির্বাচনী ইস্তাহারে অন্যতম প্রতিশ্রুতি ছিল দুয়ারে রেশন ৷ বিভিন্ন রাজনৈতিক জনসভায় মমতা ঘোষণা করেছিলেন, ক্ষমতায় এলে তিনি এই প্রকল্প চালু করবেন ৷ ফলে মানুষকে আর লাইনে দাঁড়িয়ে রেশন তুলতে হবে না ৷ তাঁদের বাড়ির দরজায় বিনামূল্যে রেশন পৌঁছে দেওয়া হবে ৷ এ ছাড়াও উচ্চশিক্ষার জন্য ছাত্রছাত্রীদের 10 লাখ টাকার ক্রেডিট কার্ড করে দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তৃণমূলের ইস্তাহারে ৷ বলা হয়েছিল, উচ্চশিক্ষার জন্য ছাত্রছাত্রীরা এই কার্ড ব্যবহার করে পড়াশোনা করতে পারবে ৷ পরে চাকরি পেয়ে 10 বছরের মধ্যে মাত্র চার শতাংশ সুদের হারে এই টাকা শোধ করলেই চলবে ৷ তবে 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ট্রাম্প কার্ড নিঃসন্দেহে মহিলাদের ভোট ৷ তৃণমূল নেত্রী বলেছিলেন, বাড়ির মহিলারা নানা প্রয়োজনে নিজের সব টাকা বের করে দেন ৷ তাঁদের হাত খালি হয়ে যায় ৷ তাই তাঁদের হাতখরচের জন্য রাজ্যের প্রত্যেক মহিলাকে মাসিক 500 টাকা এবং তফশিলি জাতি ও উপজাতির মহিলাদের জন্য মাসিক 1000 টাকা দেওয়া হবে ৷ এই তিনটি প্রতিশ্রুতি পালনের জন্য আজ এগুলিকে মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ৷