পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

শ্রাদ্ধের কাজ চলাকালীন ভেঙে পড়ল ছাদের একাংশ, আহত ৩

উত্তর কলকাতায় ভেঙে পড়ল পুরনো বাড়ির ছাদের একাংশ

ছাদের ভাঙা অংশ

By

Published : Feb 19, 2019, 1:26 AM IST

কলকাতা, ১৯ ফেব্রুয়ারি : শ্রাদ্ধের কাজ চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ির ছাদের একাংশ। আহত তিনজন। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় কলকাতার রাজা দীনেন্দ্র স্ট্রিট এলাকায়। কলকাতা পৌরনিগমের তরফে আপাতত সিল করা হয়েছে বাড়িটি।

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর কলকাতার ১০৯ রাজা দীনেন্দ্র স্ট্রিটের এই বাড়িটি ১০০ বছরেরও বেশি পুরনো। শশাঙ্ক শেখর ঘোষ ও তাঁর পরিবারের সদস্যরা ওই বাড়িতে থাকেন। গতকাল সেখানেই শ্রাদ্ধের কাজ চলছিল। হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির দোতলার ছাদের একাংশ। তবে সেই মুহূর্তে ওই ছাদের তলায় কেউ না থাকায় কারও মৃত্যু হয়নি। কিন্তু, ভেঙে পড়া অংশ ছিটকে পড়ে আহত হয়েছেন তিনজন। তাঁদের সঙ্গে সঙ্গে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ছেড়েও দেওয়া হয় তাঁদের।



ঘটনার পর ওই বাড়িতে যান পৌরনিগম ও CESE-র প্রতিনিধিরা। পরে কলকাতা পৌরনিগমের পক্ষ থেকে বাড়িটিকে সিল করে দেওয়া হয়। এই মুহূর্তে ফুটপাথের উপর আশ্রয় নিয়েছেন ওই বাড়ির বাসিন্দারা। আজ সকালে পৌরনিগমের তরফে বাড়িটি দেখে তারপরই সেটিকে খোলার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ওই বাড়ির এক সদস্য।

ABOUT THE AUTHOR

...view details