পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

জলঙ্গিতে গোরু পাচারকারীদের রাখা সকেট বোমা ফেটে মৃত 3 - জলঙ্গিতো বোমা বিস্ফোরণ

BSF সূত্রে খবর, একটা বালতিতে ওই সকেট বোমা লুকানো ছিল । আজ সন্ধে সাড়ে ছটা নাগাদ সেই বোমা হঠাৎ ফেটে যায় । যার জেরে মৃত্যু হয় জলঙ্গির বাসিন্দা নান্টু মোল্লা (42), রায়পাড়ার পিন্টু মণ্ডল (14) ও দক্ষিণ ঘোষপাড়ার ছবি শেখের ।

মৃত ব্যক্তি

By

Published : Oct 28, 2019, 10:43 PM IST

Updated : Oct 28, 2019, 11:03 PM IST

কলকাতা ও জলঙ্গি, 28 অক্টোবর : গোরু পাচারকারীরা রেখেছিল শক্তিশালী সকেট বোমা । তা ফেটে মৃত্যু হল এক নাবালকসহ তিন গ্রামবাসীর । ঘটনায় গুরুতর জখম আরও এক । ঘটনাটি ভারত-বাংলাদেশ সীমান্তের মুর্শিদাবাদের ফরজিপাড়া বর্ডার আউটপোস্ট এলাকার ।

BSF সূত্রে খবর, একটা বালতিতে ওই সকেট বোমা লুকানো ছিল । আজ সন্ধে সাড়ে ছটা নাগাদ সেই বোমা হঠাৎ ফেটে যায় । যার জেরে মৃত্যু হয় জলঙ্গির বাসিন্দা নান্টু মোল্লা (42), রায়পাড়ার পিন্টু মণ্ডল (14) ও দক্ষিণ ঘোষপাড়ার ছবি শেখের । গুরুতর আহত হয়েছেন মুকেশ মণ্ডল নামে এক ব্যক্তি । তাকে জলঙ্গি সরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে ।

দুর্ঘটনার পর ঘটনাস্থানে পৌঁছে মৃতদেহগুলি জলঙ্গি থানায় নিয়ে যায় পুলিশ ৷ স্থানীয় বাসিন্দাদের একাংশের অনুমান, বোমা বাঁধতে গিয়ে তিনজন মারা গেছে । আবার কেউ কেউ বলছে, তিনজনই সমাজ বিরোধী ৷ চোরাচালানের সঙ্গে যুক্ত ছিল তারা ৷ চোরাচালান করার সময় বোমা বিস্ফোরণ হয় ৷ যার জেরে মৃত্যু হয় তিনজনের ৷

BSF-র পক্ষ থেকে এই ঘটনার কথা জানানো হয় জলঙ্গি থানায় । পুলিশ তদন্ত শুরু করেছে । BSF এই তদন্তে পূর্ণ সহযোগিতা করছে ।

Last Updated : Oct 28, 2019, 11:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details