কলকাতা, 2 মার্চ : দিল্লির হিংসায় বারুদের মতো কাজ করেছিল ''গোলি মারো'' স্লোগান ৷ এই অভিযোগই করছে বিরোধী শিবির ৷ বিগত এক সপ্তাহে হিংসায় প্রাণ হারিয়েছে 46 জন, জখম শতাধিক ৷ এবার সেই স্লোগান উঠল কলকাতার মাটিতেও । বিষয়টি নজরে আসে কলকাতা পুলিশেরও । জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছিল স্লোগান দেওয়ার ঘটনায় । এবার ওই মামলায় তিন BJP কর্মীকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছ ।
শহরে ''গোলি মারো'' স্লোগান, গ্রেপ্তার 3 BJP কর্মী - AMit Shah Rally
অমিত শাহের সভায় আসার সময় ধর্মতলায় উঠেছিল গোলি মারো স্লোগান ৷ বিতর্কিত ওই স্লোগানের জন্য় এবার গ্রেপ্তার হল 3 BJP কর্মী ৷
গতকাল অমিত শাহের সভায় যোগ দেওয়ার জন্য আসা BJP-র একটি মিছিল থেকে এই স্লোগান তোলা হয় ধর্মতলায় । ঘটনায় পঙ্কজ প্রসাদ, ধ্রুব বসু এবং সুরেন্দ্র তিওয়ারি নামে তিন জনকে চিহ্নিত করে পুলিশ । রাতে তাদের গ্রেপ্তার করা হয় । তিনজনের বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় মামলাও করা হয়েছে ।
বিতর্কিত ওই স্লোগানের সূত্রপাত দিল্লি বিধানসভা নির্বাচনের আবহে ৷ স্লোগান তুলেছিলেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর । ইন্টারনেটে রীতিমতো ভাইরাল হয়ে যায় স্লোগানটি ৷ দিল্লির নির্বাচনের আগে এই স্লোগান নিয়ে অভিযোগ জমা পড়েছিল কমিশনে । অনুরাগ ঠাকুরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেয় কমিশন । কিন্তু দিল্লির নির্বাচনের পরও সেই স্লোগান থামেনি । বিরোধীদের অভিযোগ, দিল্লিতে চলা হিংসায় রীতিমত ঘৃতাহূতি দিয়েছে এই স্লোগান ।