কলকাতা, 4 মে : ভিড় বাসে গায়ে ধাক্কা লাগায় এক পুলিশ কর্মীকে মারধর করল তিনজন যুবক । ঘটনাটি উলটোডাঙার HUDCO মোড়ের । আহত ওই পুলিশ কর্মী অশোক দাস কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদে কর্মরত বলে জানা গেছে । খবর পেয়ে ঘটনাস্থানে যায় মানিকতলা থানার পুলিশ । অভিযুক্ত ওই তিন যুবককে গ্রেপ্তার করে তাঁরা । অন্যদিকে, আহত অবস্থায় অশোকবাবুকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
চলন্ত বাসে যুবকের গায়ে ধাক্কা, পুলিশকর্মীকে মার - ultadanga
ভিড় বাসে গায়ে ধাক্কা লাগায় পুলিশকর্মীকে মারধর । ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করে পুলিশ ।
জানা গেছে, আজ সকালে হাওড়া থেকে 215A/1 বাসে করে সল্টলেকে কোনও কাজে যাচ্ছিলেন অশোকবাবু । সেসময়ে তিনি ইউনিফর্মেই ছিলেন বলে জানা যায় । অফিস টাইমে বাসে ভিড় ছিল । ফলে বাসটি ব্রেক কষায় সামনে থাকা এক যুবকের গায়ে ধাক্কা লাগে । সে তর্ক শুরু করায় ক্ষমা চান অশোকবাবু । এরপর ওই যুবক ও তার দুই বন্ধু মিলে অশোকবাবুকে পা দিয়ে ইচ্ছাকৃত ধাক্কা মারতে থাকে বলে অভিযোগ । বিষয়টির প্রতিবাদ করতে গেলে তারা অশোকবাবুর উপর চড়াও হয় । সঙ্গে তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগ । পরিস্থিতি বেসামাল হতে থাকায় HUDCO মোড়ের কাছে বাসটিকে দাঁড় করিয়ে দেয় চালক । খবর দেওয়া হয় মানিকতলা থানায় । পুলিশ পৌঁছে অশোকবাবুকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় সঙ্গেই ওই তিন যুবককে গ্রেপ্তার করে ।