পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কোরোনা : রাজ্যে গত 24 ঘণ্টায় মৃত 8 - পশ্চিমবঙ্গে কোভিড 19 আপডেট

স্বাস্থ্য দপ্তরের থেকে প্রকাশিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী রাজ্যে এখনও পর্যন্ত কোরোনামুক্ত হয়েছেন 2306 জন । শেষ 24 ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন 149 জন ।

COVID 19
ফাইল ছবি

By

Published : Jun 1, 2020, 8:39 PM IST

কলকাতা, 1 জুন : রাজ্যে শেষ 24 ঘণ্টায় নতুন করে কোরোনায় সংক্রমিত হয়েছেন 271 জন । এই নিয়ে পশ্চিমবঙ্গে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 5772 জন । এখনও পর্যন্ত রাজ্যে কোরোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে 253 জনের । শেষ 24 ঘণ্টায় রাজ্যে 8 জন কোরোনায় সংক্রমিত হয়ে মারা গেছে বলে রাজ্য স্বাস্থ্যদপ্তরের তরফে জানানো হয়েছে ।

স্বাস্থ্য দপ্তরের থেকে প্রকাশিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী রাজ্যে এখনও পর্যন্ত কোরোনামুক্ত হয়েছেন 2306 জন । শেষ 24 ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন 149 জন । রাজ্যে এই মুহূর্তে 3141 জন রোগী কোরোনায় সংক্রমিত হয়ে চিকিৎসাধীন রয়েছেন । পশ্চিমবঙ্গে বর্তমানে সুস্থ হয়ে ওঠার হার 39.95 শতাংশ ।

রাজ্যের বর্তমান কোরোনা পরিস্থিতি

রাজ্য সরকারের পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত 2 লাখ 13 হাজার 231 টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । শেষ 24 ঘণ্টায় 9 হাজারেরও বেশি সোয়াবের নমুনা পরীক্ষা হয়েছে । রাজ্যে এই মুহূর্তে সোয়াবের নমুনা পরীক্ষা করার জন্য 41 টি ল্যাবরেটরি রয়েছে । এই সপ্তাহেই 8টি নতুন ল্যাবরেটরির অনুমোদন মিলেছে । এখনও পর্যন্ত একটি ল্যাবরেটরির অনুমোদন পাওয়া বাকি আছে ।

রাজ্যে এই মুহূর্তে 582 টি সরকারি কোয়ারানটিন কেন্দ্র রয়েছে । এই কোয়ারানটিন কেন্দ্রগুলিতে এখনও পর্যন্ত 17 হাজারেরও বেশি মানুষ পর্যবেক্ষণে রয়েছেন । এই মুহূর্তে বাড়িতে কোয়ারানটিনে রয়েছেন 1 লাখ 44 হাজারেরও বেশিজন ।

ABOUT THE AUTHOR

...view details