পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Oct 9, 2021, 2:47 PM IST

ETV Bharat / city

Assembly By-poll : চার কেন্দ্রের উপনির্বাচনে বরাদ্দ 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

আগামী 30 অক্টোবর পশ্চিমবঙ্গের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে ৷ ওই দিন নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্যে আসছে 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ নির্বাচন কমিশন সূত্রে এমনটাই জানা গিয়েছে ৷

27 company central force will deploy for assembly by-poll of four seat
Assembly By-poll : চার কেন্দ্রের উপনির্বাচনে বরাদ্দ 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

কলকাতা, 9 অক্টোবর : আগামী 30 অক্টোবরের উপনির্বাচনের (Assembly By-poll) জন্য রাজ্যের বরাদ্দ 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force) ৷ উল্লেখ্য, পুজো মিটলেই আগামী 30 অক্টোবর ভোট হবে পশ্চিমবঙ্গের চারটি বিধানসভা কেন্দ্রে ৷ এগুলি হল, নদিয়া জেলার শান্তিপুর, কোচবিহার জেলার দিনহাটা, উত্তর 24 পরগনা জেলার খড়দা এবং দক্ষিণ 24 পরগনা জেলার গোসাবা ৷

আরও পড়ুন :Somen Mahato : শান্তিপুর আসনে মনোনয়ন পেশ বাম প্রার্থী সৌমেন মাহাতর

নির্বাচন কমিশন (Election Commission of India) সূত্রে জানা গিয়েছে, একুশের বিধানসভা নির্বাচন (Assembly Election 2021) এবং সাম্প্রতিক উপনির্বাচনের মতোই কঠোর নিরাপত্তাবেষ্টনীর মোড়কে 30 অক্টোবরের ভোট করাতে চায় তারা ৷ তাই ওই দিন সংশ্লিষ্ট চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বরাদ্দ হয়েছে মোট 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ এই 27 কোম্পানির মধ্যে 8 কোম্পানি থাকবে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ (Central Reserve Police Force), 9 কোম্পানি থাকবে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ (Border Security Force), 5 কোম্পানি থাকবে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ (Central Industrial Security Force) এবং বাকি 5 কোম্পানি থাকবে সশস্ত্র সীমা বল বা এসএসবি (Sashastra Seema Bal) ৷

আরও পড়ুন :Braja Kishore Goswami : শান্তিপুরে মনোনয়ন পেশ তৃণমূল প্রার্থী ব্রজকিশোরের

প্রসঙ্গত, পাঁচ মাস আগের নির্বাচনে দিনহাটা থেকে নির্বাচিত হন বিজেপির নিশীথ প্রামাণিক ৷ কিন্তু নিজের লোকসভা সদস্যের পদটি ধরে রাখার জন্য তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেন ৷ তাই দিনহাটা কেন্দ্রে উপনির্বাচন হবে ৷ ঠিক একইভাবে, গত নির্বাচনে শান্তিপুর কেন্দ্র থেকে নির্বাচিত হয়েও পদত্যাগ করেন বিজেপির আর এক লোকসভার সদস্য জগন্নাথ সরকার ৷ অন্যদিকে, খড়দা কেন্দ্রের বিজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল সিনহার মৃত্যুর ফলে এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে ৷ তেমনি গোসাবায় উপনির্বাচনের কারণ, এই কেন্দ্রে বিজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ন্ত নস্করের মৃত্যু ৷

ABOUT THE AUTHOR

...view details