পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাজাবাগানে গ্রেপ্তার মাদক বিক্রেতা, বাজেয়াপ্ত 228টি হেরোইনের পুরিয়া - রাজাবাগানে বাজেয়াপ্ত 228 হেরোইন পুরিয়া

কয়েকদিন ধরেই রাজাবাগান-গার্ডেনরিচ-মেটিয়াবুজ এলাকায় চলছে মাদকের কারবারের রমরমা । নির্দিষ্ট সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে আজ বিকেলে অভিযান চালানো হয় । গ্রেপ্তার করা হয় মাদক বিক্রেতাকে । তার থেকে 228টি হেরোইনের পুরিয়া বাজেয়াপ্ত করেছে পুলিশ ।

Kol
Kol

By

Published : Jul 3, 2020, 2:46 AM IST

কলকাতা, 2 জুলাই : রাজাবাগান এলাকায় এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করল পুলিশ । তার থেকে 228টি হেরোইনের পুরিয়া বাজেয়াপ্ত করেছে পুলিশ । বাসন্তীর বাসিন্দা হলেও আপাতত সন্তোষপুরেই ঘাঁটি গেড়েছিল শহিদ পেয়াদা ওরফে মেজো ।

কয়েকদিন ধরেই রাজাবাগান-গার্ডেনরিচ-মেটিয়াবুরুজ এলাকায় চলছে মাদকের কারবারের রমরমা । আশপাশে দেখা যাচ্ছে মাদকাসক্তদের । আবার স্কুল কলেজের পড়ুয়াদের কাছেও সেই মাদক পৌঁছে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে । অবশেষে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করল পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, নির্দিষ্ট খবরের ভিত্তিতে আজ বিকেলে অভিযান চালানো হয় । হাতেনাতে ধরা হয় শহিদ পেয়াদাকে । 24 বছরের পেয়াদা বাসন্তীর খেরিয়ার বাসিন্দা । যদিও মাদক বিক্রির সূত্র ধরে সে থাকে সন্তোষপুর 16 বিঘা এলাকায় । তার কাছ থেকে উদ্ধার হয় 228টি হেরোইনের পুরিয়া ।

প্রাথমিকভাবে পুলিশ জেনেছে, এই চক্রের জাল আরও অনেক গভীরে । পেয়াদা এই মাদক বিক্রির মাধ্যমে শুধুমাত্র কিছু কমিশন পায় । মালিক অন্য কেউ । মাদক বিক্রি করে সেই ব্যক্তির হাতে টাকা তুলে দিতে হত পেয়াদা ।


পুলিশ এই মাদকচক্রের মাথার খোঁজ করছে । পুলিশের প্রাথমিক অনুমান, পেয়াদার মতো অনেককে দিয়েই মাদক বিক্রি করায় আড়ালে থাকা সেই ব্যক্তি । ধৃতকে জিজ্ঞাসাবাদ করে চক্রের খোঁজ চালাচ্ছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details