কলকাতা, 21 জুলাই: একুশে জুলাই ত্রিপুরায় শহিদ দিবস পালনে বাধা পেল তৃণমূল (TMC) । এ বার তারা রাজ্যের পাশাপাশি দেশের একাধিক রাজ্যে ভার্চুয়ালি শহিদ দিবস পালনের কথা আগেই জানিয়ে দিয়েছিল । আজ দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কালীঘাট থেকে ভাষণ দেবেন । আর জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে তা সরাসরি সম্প্রচারিত হবে একাধিক রাজ্যে । কিন্তু 21 জুলাই (21st July) উদযাপনের আগের রাতেই ত্রিপুরায় বাধাপ্রাপ্ত হল এ রাজ্যের শাসকদল ।
দলীয় সূত্রের খবর, ত্রিপুরায় তৃণমূলকে জায়ান্ট স্ক্রিন সরবরাহ করতে বাধা দেওয়া হয়েছে । ঘটনার সূত্রপাত মঙ্গলবার দুপুরে। কোভিড বিধি মেনে 50 জনের জমায়েত করেই তৃণমূল নেত্রীর ভাষণ শোনানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল ত্রিপুরার রাজধানী আগরতলায় । কিন্তু বাধ সাধে জায়ান্ট স্ক্রিন অ্যাসোসিয়েশন। তৃণমূলের কর্মসূচির জন্য জায়ান্ট স্ক্রিন সরবরাহ করতে অস্বীকার করে এই সংগঠন । জেলাশাসকের লিখিত অনুমতি না পেলে জায়ান্ট স্ক্রিন দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয় । ত্রিপুরায় বেলা 2টো থেকে করোনা বিধিনিষেধের কারণে কার্ফু জারি হয়ে যায়, এই অবস্থায় কর্মসূচির জন্য অনুমতি দিতে চাইছে না জেলাশাসক ৷