পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাজীবের জন্য মমতার ধরনা থেকে জয়প্রকাশকে লাথি : রাজ্য রাজনীতি 2019 - Rewind 2019

2019 সাল ৷ রাজ্য-রাজনীতির ঘটনাবহুল বছর ৷ রাজীব কুমারের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা, লোকসভা ভোটে BJP-র ভালো ফল কিম্বা বিধানসভা উপনির্বাচনে BJP-কে হারিয়ে তৃণমূলের উত্থান, সবই হয়েছে এই বছর ৷ দেখে নেব একনজরে...

State Politics 2019
বছর ঘুরে 2019

By

Published : Dec 30, 2019, 6:28 PM IST

Updated : Dec 31, 2019, 4:34 PM IST

শেষ হতে চলল আরও একটা বছর ৷ বছরের শুরু থেকেই রাজ্য রাজনীতি ছিল ঘটনার ঘনঘটায় পূর্ণ ৷ রাজ্যে বিকল্প শক্তি হিসেবে বাম ও কংগ্রেসকে পিছনে ফেলে উঠে এসেছে BJP-র নাম ৷ রাজ্য রাজনীতিতে সমানে সমানে টক্কর দিয়ে চলছে সবুজ ও গেরুয়া শিবির ৷ 2019 সালে রাজ্যে সারা ফেলা কিছু রাজনৈতিক ঘটনা একনজরে ৷

  • 3 ফেব্রুয়ারি ফের মেট্রো চ্যানেলে ধরনায় বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সারদা কেলেঙ্কারিতে জিজ্ঞাসাবাদের জন্য রাজীব কুমারের বাসভবনে যায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ এরপরই এই জিজ্ঞাসাবাদ কতটা সাংবিধানিক তা নিয়ে প্রশ্ন তুলে মেট্রো চ্যানেলে অনির্দিষ্টকালের জন্য ধরনায় বসেন মুখ্যমন্ত্রী ৷
    রাজীব কুমার ও মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)
  • 11 জুন নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়ের আক্রান্ত হওয়ার ঘটনায় সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি । ডাক্তারদের নিরাপত্তাহীনতার জন্য তৃণমূল পরিচালিত সরকারের দিকে আঙুল তোলে BJP । দেশজুড়ে আন্দোলনে নামে ডাক্তাররা । রাজ্যের মেডিকেল কলেজ ও হাসপাতালসহ অন্য হাসপাতালগুলিতেও শিকেয় ওঠে পরিষেবা । দুর্ভোগে পড়ে রোগীরা । অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় ।
    ডাক্তারদের নিরাপত্তাহীনতা নিয়ে সরব জুনিয়র ডাক্তাররা
  • 14 মে অমিত শাহর উপস্থিতিতে রাহুল সিনহার প্রচারের সময় কলকাতার বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর । প্রকাশ্য সড়কে BJP-তৃণমূল কর্মী-সমর্থকরা একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে । বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের ঘটনায় দুই দল একে অপরের দিকে দোষ চাপায় । এই ঘটনার রেশ থাকে লোকসভা ভোটের পরেও ।
    বিদ্যাসাগর কলেজে ভাঙচুর হল বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি
  • নাগরিকত্ব সংশোধনী আইনের প্রবল বিরোধিতা করেন মমতা বন্দ্যোপাধ্য়ায় । কোনওভাবেই এই আইন লাগু করতে দেবেন না । সাফ জানিয়ে দেন তিনি । আইনের প্রতিবাদে কলকাতায় একাধিক মিছিল ও সভা করেন । জন আন্দোলন গড়ে তোলার ডাক দেন । তৃণমূলের পাল্টা মিছিল করে BJP-ও ।
  • নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হওয়ার পর প্রতিবাদের নামে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর ও উত্তর 24 পরগনার একাধিক জায়গায় শুরু হয় তাণ্ডব । রেল লাইন, স্টেশন ও ট্রেনে ভাঙচুর চালানো হয় । হিংসা রুখতে ইন্টারনেট বন্ধ করে দেয় প্রশাসন । অশান্তির জন্য তৃণমূলকে দায়ি করে BJP। কৈলাস বিজয়বর্গীয়, সৌমিত্র খাঁ, খগেন মুর্মু, নিশীথ প্রামাণিকসহ একাধিক নেতা ক্ষতিগ্রস্ত এলাকায় যেতে চাইলে তাদের বাধা দেয় পুলিশ । যা নিয়ে ফের শুরু হয় আক্রমণ পালটা আক্রমণের পালা ।
    নাগরিকত্ব সংশোধনী আইনের প্রবল বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্য়ায়
  • চলতি বছর জুলাই মাসের শেষের দিকে রাজ্যপাল হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন জগদীপ ধনকড় । দায়িত্বগ্রহণের পর থেকে একাধিক ইশুতে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন । রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, আইন-শৃঙ্খলাসহ একাধিক বিষয়ে সরকারের সমালোচনা করেন । রাজ্যপালকে পালটা আক্রমণ করেন তৃণমূল বিধায়করাও । রাজ্যপাল পদের প্রয়োজনিয়তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা । CAA নিয়ে রাজ্যের একাধিক জায়গায় অশান্তির পর রাজ্য-রাজ্যপাল সংঘাত আরও বড় মাত্রা পায় । এরইমধ্যে যাদবপুরে সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপালকে বয়কট করার সিদ্ধান্ত নেয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা । তাঁরা বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের গাড়ি ঘেরাও করে । রাজ্যপাল ফিরে আসেন । তাঁকে ছাড়াই হয় সমাবর্তন ।
    রাজ্য রাজ্যপাল সংঘাত চরমে পৌছায় 2019-এ
  • লোকসভা নির্বাচনে রাজ্যে অভূতপূর্ব ফল করে BJP ৷ 42 টি আসনের মধ্যে 18 টি দখল করে তারা । 34 থেকে তৃণমূলের আসন সংখ্যা কমে দাঁড়ায় 22 । 2টি আসন পায় কংগ্রেস । খাতাই খুলতে পারেনি বামেরা ।
  • লোকসভায় দলের ভরাডুবির পর স্ট্রাটেজি মেকার প্রশান্তকে নিয়োগ করে তৃণমূল কংগ্রেস । এর আগে নরেন্দ্র মোদি, নীতীশ কুমার, জগনমোহন রেড্ডিকে সফলতা পাইয়ে দেওয়াতে সাহায্য করেন প্রশান্ত ।
    প্রশান্ত কিশোরের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়াসহ একাধিক প্রকল্পের টাকা (কাটমানি) সাধারণ মানুষের কাছ থেকে নেওয়ার অভিযোগ ওঠে জেলা, ব্লক, গ্রাম স্তরের অনেক তৃণমূল নেতার বিরুদ্ধে । জায়গায় জায়গায় ঘেরাও ও বিক্ষোভের মুখে পড়তে হয় তৃণমূলের অনেককেই । কাটমানিকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে রাজ্যজুড়ে প্রতিবাদ সংগঠিত করে BJP । অস্বস্তিতে পড়তে হয় তৃণমূল নেতৃত্বকে ।
  • জনসংযোগ বাড়াতে দিদিকে বলো কর্মসূচি নেয় তৃণমূল কংগ্রেস । যা রাজ্যজুড়ে সাড়া ফেলে দেয় । 13 আগস্ট 2019 অনুযায়ী প্রায় 5 লাখ মানুষ দিদিকে বলো প্রকল্পে অভিযোগ জানান । তৃণমূল সূত্রে খবর, প্রশান্ত কিশোর এই কর্মসূচির প্রবক্তা ।
  • দিদিকে বলো কর্মসূচির প্রায় একই সময় চায়ে পে চর্চা শুরু করেন তৃণমূলের প্রধান বিরোধী দল BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । রাজ্যজুড়ে জনসংযোগ বাড়াতে সক্রিয় হয়ে ওঠেন তিনি ।
  • 19 সেপ্টেম্বর যাদবপুরে ABVP-র একটি অনুষ্ঠানে গিয়ে হেনস্থার শিকার বাবুল সুপ্রিয় । বামপন্থী ছাত্র সংগঠনের কর্মীদের একাংশ তাঁকে মারধর করে বলে অভিযোগ । টানা কয়েকঘণ্টা বাবুলকে বিশ্ববিদ্যালয়ে ঘেরাও থাকতে হয় । অবশেষে আচার্য তথা রাজ্যপাল তাঁকে উদ্ধার করেন ।
    বাবুুল সুপ্রিয়কে ঘিরে পড়ুয়াদের বিক্ষোভ
  • 25 নভেম্বর বিধানসভা উপনির্বাচনে করিমপুর কেন্দ্রের BJP প্রার্থী জয়প্রকাশ মজুমদারের উপর চড়াও হয় একদল দুষ্কৃতী, লাথি মারে ৷ এরা তৃণমূলের বলে অভিযোগ করে BJP ৷ জয়প্রকাশকে লাথি মেরে রাস্তার পাশে ফেলে দেওয়ার এই ভিডিয়ো ভাইরাল হয় নেট দুনিয়ায় ৷
    করিমপুরের BJP প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে মারধর
  • 28 নভেম্বর তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফলঘোষণা হয় ৷ পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদর, নদিয়ার করিমপুর এবং উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে ৷ মাস খানেক আগের লোকসভা নির্বাচনের গেরুয়া ঝড় কাটিয়ে পায়ের তলার মাটি শক্ত করল তৃণমূল কংগ্রেস ৷ তিনটি বিধানসভা কেন্দ্রেই তৃণমূল জয় লাভ করে ৷
    বিধানসভা উপনির্বাচনে পায়ের তলার মাটি শক্ত করল তৃণমূল
Last Updated : Dec 31, 2019, 4:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details