বন সহায়ক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ বন দপ্তর। মোট 2,000 বন সহায়ক নিয়োগ করা হবে। এই পদের জন্য এক বছরের চুক্তিতে কর্মী নিয়োগ করা হবে। যদিও ভবিষ্যতে সময়সীমা বাড়তেও পারে। উপযুক্ত প্রার্থীরা পশ্চিমবঙ্গ বন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে (www.westbengalforest.gov.in) গিয়ে আবেদন জানাতে পারবেন। নারী-পুরুষ নির্বিশেষে এই পদের জন্য আবেদন জানাতে পারবেন।
1. আসন সংখ্যা :এই পদের জন্য মোট 2000 জনকে নিয়োগ করা হবে।
2. শিক্ষাগত যোগ্যতা :এই পদের জন্য আবেদনকারীদের স্বীকৃত স্কুল থেকে এইট পাশের যোগ্যতা থাকতে হবে। আবেনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
3. বয়সসীমা :আবেদনকারীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।