পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কোরোনার চিকিৎসায় রাজ্যে চালু হচ্ছে 20টি প্লাজ়মা ব্যাঙ্ক - plasma treatment

কলকাতায় সাতটি ও রাজ্যের অন্যান্য জেলায় মোট 13টি ব্লাড ব্যাঙ্ক অবিলম্বে চালুর জন্য নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর । প্রয়োজন হলে তবেই প্লাজ়মা থেরাপি হবে বলে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে ।

20 plasma bank for coronavirus treatment in state
কোরোনার চিকিৎসায় প্লাজ়মা ব্যাঙ্ক

By

Published : Aug 27, 2020, 12:30 AM IST

কলকাতা, 26 অগাস্ট : COVID-19'এ আক্রান্ত রোগীদের চিকিৎসার ক্ষেত্রে রাজ‍্যজুড়ে এবার প্লাজ়মা থেরাপির ব‍্যবস্থা করছে স্বাস্থ্য দপ্তর । এর জন্য স্বাস্থ্য দপ্তর 20টি প্লাজ়মা ব‍্যাঙ্ক চালুর কথা জানিয়েছে স্বাস্থ্য দপ্তর । এর একটি তালিকা প্রকাশ করা হয়েছে । এই প্লাজ়মা ব্যাঙ্কগুলি অবিলম্বে চালুর কথা জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর ।

রাজ্যে এই 20টি প্লাজ়মা ব‍্যাঙ্কের মধ‍্যে কলকাতায় রয়েছে সাতটি । সেগুলি হল, সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক অর্থাৎ ইনস্টিটিউট অব ব্লাড ট্রান্সফিউশন মেডিকেল অ্যান্ড ইমিউনো হেমাটোলজিতে একটি, SSKM হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে একটি, কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে একটি, আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব‍্যাঙ্কে একটি, মানিকতলা ESI হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে একটি, NRS মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে একটি এবং কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে একটি ।

স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত তালিকা অনুযায়ী কলকাতার বাইরে রাজ্যজুড়ে রয়েছে বাকি 13টি প্লাজ়মা ব্যাঙ্ক । সেগুলি হল- পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক, বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক, হুগলির চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক, উত্তর ২৪ পরগনায় কলেজ অব মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক, নদিয়ায় কলেজ অফ মেডিসিন অ্যান্ড জওহরলাল নেহরু মেমোরিয়াল (JNM) হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক, নদিয়ার কৃষ্ণনগর (শক্তিগড়) হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক, পূর্ব বর্ধমানের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক, পশ্চিম বর্ধমানের আসানসোলে জেলা সদর হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক, মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে জেলা সদর হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক, কোচবিহারের জেলা সদর হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক এবং দার্জিলিংয়ের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক ।

COVID-19 রোগীদের চিকিৎসার ক্ষেত্রে এবার কি তা হলে রাজ্যজুড়ে প্লাজ়মা থেরাপির প্রয়োগ হতে চলেছে? রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী বলেন, "COVID-19-এর জন্য প্লাজ়মা ব্যাঙ্ক করা হচ্ছে । যেখানে দরকার লাগবে সেখানে প্লাজ়মা থেরাপির কথা ভাবা হচ্ছে । অবিলম্বে এই প্লাজ়মা ব্যাঙ্কগুলি চালুর জন্য বলা হয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details